কাপ্তাইয়ের বড়ইছড়ি-ঘাগড়া সড়কে যানবাহন চলাচল শুরু

Published: 24 Jun 2017   Saturday   

পাহাড় পড়ে ঘটনায় রাঙামাটির কাপ্তাইয়ের বড়ইছড়ি-ঘাগড়া সড়ক শনিবার থেকে যানবাহন চলাচল শুরু হয়েছে।

 

জানা যায়,১৩ জুন প্রবল বর্ষনে কাপ্তাইয়ের বড়ইছড়ি-ঘাগড়া সড়কে ১৫ কিমি এলাকা জুড়ে পাহাড় ধসে পড়লে যানবাহন চলাচল বন্ধ হয়। অবশেষে  সড়ক ও জনপদ বিভাগ এবং কেপিএম এর সহোযোগিতায় কাপ্তাই ১৯ বিজিবির সদস্যদের প্রানান্তকর চেষ্টার পর শনিবার থেকে বড়ইছড়ি-ঘাগড়া সড়কের ১৫ কিমি এলাকার যান চলাচল স্বাভাবিক হয়।

 

১৯ বিজিবির জোন এনসিও অরুপ সাহা জানান অধিনায়কের সার্বিক নির্দেশে বিজিবির সদস্যরা গত ১২ দিন ধরে এই সড়কে যান চলাচলের জন্য ঝড় বৃষ্টি উপেক্ষা করে এই সড়কে যান চলাচলের উপযোগী করেছেন।

 

বড়ইছড়ি সিএনজি অটো রিক্সা সমিতির সাধারন সম্পাদক আবুল হাসেম ঈদের আগে এই সড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ায় এই সড়কে চলাচলকারী জনগন বিজিবিকে ধন্যবাদ জানিয়েছেন।

 

কাপ্তাই উপজেলা পরিষদ চেযারম্যান দিলদার হোসেন জানান দীর্ঘ সময়ের দু:খ দূর্দশার অবসান ঘটিয়ে এই সড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ায় এলাকার মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত