কাপ্তাইয়ে ক্ষতিগ্রস্থদের পাশে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

Published: 24 Jun 2017   Saturday   

কাপ্তাইয়ে পাহাড় ধসে ক্ষতিগ্রস্থদের মাঝে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।

 

কুয়েট এর মানবিক সংগঠন " ট্রাই" এবং" বিপন্ন রাঙামাটিবাসীর পাশে দাঁড়ান" সংগঠনের (যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী) পক্ষ থেকে ওয়াগ্গা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ২শ পরিবারের মাঝে বেড শিট,সাবান,চিড়া,চিনি,বিস্কুট, সেমাই, স্যানেটারি   ন্যাপকিন সামগ্রি বিতরন করেন। ওয়াগ্গা ইউনিয়নের মুরালি পাড়া, দেবতাছড়ি,বটতলি,নোয়াপাড়া এবং বড়ইছড়ি এলাকায় সংগঠনের কর্মীরা কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেনকে সাথে নিয়ে এই বিতরন কার্যক্রম সম্পন্ন করা হয়। বিতরণকালে কুয়েট এর মানবিক সংগঠন " ট্রাই" এবং" বিপন্ন রাঙামাটিবাসীর পাশে দাঁড়ান" সংগঠনের (যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী) পক্ষ থেকে সদ্য পাশকৃত ইঞ্জিনিয়ার তুষার, ইমন ও ইলেক্ট্রিক্যাল বিভাগের অংগন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের  ইতিহাসের ছাত্রী উজানী চাকমা সহ সংগঠনের অনেকে উপস্থিত ছিলেন।

 

এছাড়া উপস্থিত ছিলেন ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিরন্জিত তংচংগ্যা, ৩ নং ওয়ার্ডের সদস্য অংচাপ্রু মার্মা, কার্বারী অজিত তংচংগ্যা, সাংবাদিক ঝুলন দত্ত উপস্হিত ছিলেন।

 

বিতরণকালে সূদর খুলনা থেকে এসে বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য এলাকার জন প্রতিনিধিরা তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

সদ্য পাশকৃত ইঞ্জিনিয়ার তুষার, ইমন ও ইলেক্ট্রিক্যাল বিভাগের অংগন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের  ইতিহাসের ছাত্রী উজানী চাকমা জানান,বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীর হ্রদয়ে গভীরভাবে রেখাপাত করেছে পাহাড়ের পাহাড় ধসে ক্ষতিগ্রস্হ মানুষ গুলোর অবস্থা দেখে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, পত্র পত্রিকা এবং টেলিভিশনের কল্যাণে তারা জেনে গেছেন সাম্প্রতিক বর্ষনে ক্ষতিগ্রস্হ পাহাড়ের দূর্দশা। তাই তারা ছুটে এসেছেন বিপন্ন মানুষের কাছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত