মহালছড়িতে অস্ত্র ও গুলিসহ ইউপিডিএফ নেতা আটক

Published: 27 Jun 2017   Tuesday   

জেলার মহালছড়ির দূর্গম নোয়াপাড়ায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি এবং সামরিক পোষাকসহ এক ইউপিডিএফ সংগঠককে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। আটক প্রীতি বিকাশ চাকমা (৪৩) ওরফে বসু চাকমা মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের নোয়াপাড়া এলাকার পরিনয় চাকমার ছেলে বলে জানা গেছে।

 

পুলিশের সূত্র জানিয়েছে, মঙ্গলবার ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি সেনা জোনের টহলদলের নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালায়। এসময় একজনকে আটক করা গেলেও বাকীরা পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃতের কাছ থেকে দুটি দেশীয় তৈরি পিস্তল, ৮ রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রশিদ বই ও সামরিক পোষাক উদ্ধার করা হয়। তিনি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) মহালছড়ি উপজেলা শাখার অর্থ সচিব বলে জানা গেছে। আটক প্রীতি বিকাশ চাকমাকে মহালছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ইউপিডিএফ’র জেলা সংগঠক মাইকেল চাকমা জানান, রাতে অন্যায়ভাবে বাসা থেকে প্রীতি বিকাশ চাকমাকে আটক করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত