খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের গুইমারায় যাত্রীবাহি বাস উল্টে মা ও সন্তানসহ ৩জন নিহত

Published: 28 Jun 2017   Wednesday   

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের গুইমারার কালাপানি এলাকায় যাত্রীবাহি বাস উল্টে ঘটনাস্থলে মা ও শিশু সন্তানসহ ৩জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮ টারদিকে এই ঘটনা ঘটে। 

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম যাবার পথে ‘এম মোরশেদ’ নামক লোকাল বাসটি নিয়ন্ত্রন হারিয়ে প্রথমে একটি গাছে ধাক্কা দেয় এবং পরে উল্টে গেলে দূর্ঘটনা কবলিত হয়। নিহত হলেন মাটিরাঙ্গার খেদাছড়া এলাকার রিপনা বেগম (২৪) ও তার শিশু সন্তান জান্নাতুল ফেরদৌস (৪) এবং গুইমারার হাফছড়ি এলাকার তরিকুল (২০)। এলাকাবাসী ও সেনাবাহিনীর সদস্যরা এসে আহত নিহতদের উদ্বার করে। আহতদের মধ্যে কয়েকজন গুইমারা ও মানিকছড়ি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

 

গুইমারা থানার ওসি শফিকুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসটি খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম যাচ্ছিল। পথে কালাপানি এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত