রামগড়ে যুবলীগ নেতা ইয়াছিনের মৃত্যুবার্ষিকী পালিত

Published: 28 Jun 2017   Wednesday   

খাগড়াছড়ির রামগড়ে যুবলীগ নেতা মো. ইয়াছিনের ১৮তম মৃত্যুবার্ষিকী ২৮জুন বুধবার পালিত হয়েছে।


শহীদ ইয়াছিন স্মৃতি সংসদ ও প্যানেল মেয়র-১ আহসান উল্ল্যাহ এর উদ্যোগে এ উপলক্ষে মরহুমের কবর জিয়ারত ও মোনাজাত এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবদুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও কবর জিয়ারত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো.মোস্তফা, উপজেলা কমান্ডার জাফর আহমেদ,রামগড় পৌরসভার প্যানেল মেয়র আহসান উল্ল্যাহ।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা সরিফুল আলম দুলাল,খাজা নাজিম উদ্দিন, রুবেল বড়–য়া, রফিকুল আলম কামাল,বুলবুল, শাহ আলম সাবেক ছাত্রলীগ নেতা দেবব্রত শর্মা, উসমান ফারুক, শাহ আলম,দিদার, ফারক শাহ, সুমন বড়–য়া যুবলীগ নেতা লিটন দাশ, ক্যাপ্টেন ফারুক, ইব্রাহিম, শামসুউদ্দিন মিলন এবং স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা ও বর্তমান পৌর কাউন্সিলর বিষ্ণু দত্ত, ঝন্টু পাল, ভবতোষ দেবনাথ, মো. ইব্রাহীম, মো. ইকবাল, মোসলেম উদ্দিন এবং নিহত যুবনেতা মো. ইয়াছিনের পুত্র মো. আরমান।


ভাইস চেয়ারম্যান আবদুল কাদের ও প্যানেল মেয়র আহসান উল্ল্যাহ রামগড় প্রেসক্লাবের সাধারন সম্পাদক বেলাল হোসাইন ও কোষাধ্যক্ষ শুভাশীষ দাস এর উপস্থিতিতে সাংবাদিকদের বলেন,২৮জুন ’৯৯ দুর্বৃত্তরা গুলি ও জবাই করে তৎকালীন যুবলীগ নেতা মো. ইয়াছিনকে হত্যা করে। দীর্ঘ ১৮ বছরেও মামলাটি সুরাহা না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত