লংগদুতে যৌথ বাহিনীর অভিযানে ২টি একে-৪৭, ২টি অত্যাধুনিক রাইফেলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

Published: 29 Jun 2017   Thursday   

রাঙামাটির লংগদু উপজেলার সদর ইউনিয়নের গলাছড়ি এলাকায় আজ বৃহস্পতিবার যৌথ বাহিনী অভিযান চালিয়ে ২টি একে-৪৭ রাইফেল, ১টি যুগোস্লাভিয়ান রাইফেল,১টি চায়না রাইফেল, ১৫১ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাম ও বইপত্র উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ জানায়, লংগদু উপজেলার সদর ইউনিয়নের গলাছড়ি এলাকায় একটি অস্তানায় ১০ থেকে ১৫ জনের সন্ত্রাসীর অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় যৌথবাহিনীর সদস্যরা। এতে যৌথ বাহিনীর সদস্য বৃহস্পতিবার ভোর ৪টার দিকে অভিযান পরিচালনা করে। এতে সন্ত্রাসীরা যৌথ বাহিনী সদস্যদের উপস্থিতি টের পেয়ে আস্তানা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে  আস্তানা  অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রশস্ত্রের ধ্যে রয়েছে দুটি একে-৪৭, একটি যুগোস্লাভিয়ান রাইফেল, একটি চায়না রাইফেল, ১৫১ রাউন্ড তাজা গুলি,৪টি ম্যাগাজিন, ৭ জোড়া সেনাবাহিনীর সদৃশ পোশাক, পোচ ৪টি, ৮টি ক্লীপ চার্জার(এ্যামুনেশন লোডার),  মোবাইল সেট ৫টি, বইপত্র, চাঁদা আদায়ের রশিদ ও দলিল।   

 

লংগদু থানার ওসি মমিনুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, লংগদু উপজেলার সদর ইউনিয়নের গলাছড়ি এলাকায় একটি অস্তানায় একদল সন্ত্রাসী অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় যৌথবাহিনীর সদস্যরা। এতে যৌথ বাহিনীর সদস্য বৃহস্পতিবার ভোরে অভিযান পরিচালনা করে অস্ত্রশস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর,

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত