নারীদের উপর প্রাকৃতিক দুর্যোগের প্রভাব বিষয়ে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন

Published: 30 Jun 2017   Friday   

নারীদের উপর প্রাকৃতিক দুর্যোগের প্রভাব বিষয়ে শুক্রবার খাগড়াছড়িতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


খাগড়াছড়ি প্রেস ক্লাব হলরুমে খাগড়াপুর মহিলা কল্যান সমিতির উদ্যোগে সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তৃনমূল উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সুযশ চাকমা। এসময় উপস্থিত ছিলেন খাগড়াপুর মহিলা কল্যান সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা, প্রকল্প সমন্বয়কারী মনিষা তালুকদার, কাজল বরন ত্রিপুরা প্রমুখ।


সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে বলা হয় এ পর্যন্ত যত গুলো প্রাকৃতিক দুর্যোগ হয়েছে তাতে দেখা যা নারীরা বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। সম্প্রতি রাঙামাটিতে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগে দেখা যায় মৃতের সংখ্যা ১২০ জন তার মধ্যে নারী ও শিশু সংখ্য বেশি। ১৯৯১ সালের ঘুর্নিঝড়ে লক্ষাধিক মানুষের প্রাণ হানি ঘটেছিল সেখানে নারী পুরুষের মৃত্যু হার ছিল ১৪ঃ১ অর্থাৎ সেই ঝড়ে পুরুষে তুলনায় নারী মারা গিয়েছিল ১৪ গুন বেশি। ২০০৮ সালে মায়নমারে সাই্েক্লান নার্গিস আঘাত হানলে ৮৭% অবিবাহিত এবং ১০০% নারীর রোজগারের উৎস বন্ধ হয়ে যায বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।


লিখিত বক্তব্যে আরো বলা হয় প্রাকৃতিক দুর্যোগের পর নারীরা পাচার,অনাকাঙ্খিত গর্ভধারণ,যৌন বাহিত রোগসহ যৌন সহিংসতার শিকার হন। এর থেকে প্রতিকারের জন্য প্রাকৃতিক দুর্যোগে কর্মকান্ড পরিকল্পনা, বাস্তবায়নের সময় লিঙ্গ, বয়স ইত্যাদি বিষয় বিবেচনায় রাখা, দুর্গত এলাকায় প্রসূতি মা‘দের চিহ্নিত করা, আশ্রয়কেন্দ্র্রে নারীদের জন্য নিরাপদে থাকার ব্যবস্থা করা এবং আলাদা স্যানিটেশনের ব্যবস্থা করাসহ দশটি সুপারিশ মালা পেশ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত