রামগড়ে ঘরবাড়ি ও দোকান ভাংচুরের প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ-সমাবেশ

Published: 01 Jul 2017   Saturday   

খাগড়াছড়ির রামগড় উপজেলায় আবারও পাহাড়ি ঘরবাড়ি-দোকান ভাংচুরের ঘটনার প্রতিবাদে শনিবার পানছড়িতে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ  করেছে ইউপিডিএফ ও তার অংগসংগঠনের নেতাকর্মীরা।

 

পূজগাং এলাকায়  আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা সভাপতি কৃপায়ন চাকমা। সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিন্টুবিকাশ চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক সুর মঙ্গল চাকমা, পিসিপি পানছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুকিরণ চাকমা।

 

বক্তারা গেল ৩০ জুন রামগড়ে পাহাড়ি গ্রামে ঘরবাড়ি ও দোকানপাট ভাংচুরকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তিসহ আটক পাহাড়ী ছাত্রকে অবিলম্বে মুক্তির দাবি জানান। তা না হলে আগামীতে কঠোর কর্মসূচী দেওয়া হবে বলেও হুশিয়ারী দেওয়া হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত