রাঙামাটিতে অগ্নিকান্ডে আহত ১ঃ ১টি প্রাইভেটসহ ৯টি মোটর সাইকেল ভস্মিভূত

Published: 01 Jul 2017   Saturday   

রাঙামাটি শহরের জেনারেল হাসপাতাল সড়ক এলাকায় একটি চারতলা ভবনের গ্যারেজে আগুন লেগে ১টি প্রাইভেট কার ও ৯টি মোটর সাইকেল পুড়ে গেছে। ফায়ার সার্ভিস দাবী করেছে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ লাখ টাকা।

 

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শহরের হাসপাতাল সড়ক এলাকায় আসবাবপত্র ব্যবসায়ী আব্দুল মনছুরের চারতলা ভবনের নিচ তলায়  অবস্থিত গ্যারেজে শনিবার মধ্যরাত সোয়া ২টার দিকে বৈদুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে এক ঘন্টা েেচষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ১টি প্রাইভেট কার ও ৯টি মোটর সাইকেল পুড়ে যায়। এসময় গ্যারেজে পাশে থাকা রোকেয়া বেগম(৪৭) নামের একজন আহত হয়েছেন। তাকে প্রথমে রাঙামাটি জেনারেল হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

 

রাঙামাটি ফায়ার এন্ড সিভিল ডিফেন্স সার্ভিসের  উপ-পরিচালক মোস্তফা কামাল জানান, বৈদুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। ফায়ার সার্ভিসের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে এবং চারতলা ভবনে থাকা লোকজরদের নিরাপদে নিয়ে আসায় হতাহতের ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

 

তিনি আরো জানান, বিল্ডিং কোড মেনে ওই ভবনটি নির্মাণ করা হতো তাহলে  অগ্নিনির্বাপনের নিশ্চয়তা ব্যবস্থা থাকতো। তাহলে এ ধরনের দুর্ঘটনা ঘটতো না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত