কাপ্তাইয়ে বিজিবির অভিযানে পাইপগান ও এলজি উদ্ধার

Published: 01 Jul 2017   Saturday   

কাপ্তাই ১৯ বিজিবির অভিযানে শনিবার  মধ্যরাত রাইখালির নারানগিরি খালের মুখ এলাকায় বাঁশের ঝাড় হতে পরিত্যত্ত অবস্হায় ১ টি পাইপগান,১ টি এলজি,  ২ টি এলজি কার্তুজ, ২ কেজি  পাউডার এবং ৩ টি সন্দেহভাজন পেট্রোল বোমা উদ্ধার করেছে।

 

 ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহীদুল ইসলামের নেত্বত্বে বিজিবির সদস্যরা নিজস্হ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযানে অংশ নেন। উদ্ধারকৃত অস্ত্র চন্দ্রঘোনা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এদিকে ওয়াগ্গা বিজিবি সদর দপ্তরে  উদ্ধারকৃত অস্ত্র বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করা হয়। এসময় বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহীদুল ইসলাম, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ,৩ নং চিৎমরম ইউপি চেয়ারম্যান খ্যাইসা অং মার্মা উপস্হিত ছিলেন।

 

বিজিবি অধিনায়ক সাংবাদিকদের জানান পাহাড়ে অস্হিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য একটি মহল অবৈধ অস্ত্র মজুদ করছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর,

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত