ঝুকিপূর্ন অবস্থায় বসবাসকারীদের সরে যেতে আবারও রাঙামাটি শহরে মাইকিং

Published: 02 Jul 2017   Sunday   

ঝুকিপূর্ন অবস্থায় বসবাসকারীদের সরে যেতে রোববার সন্ধ্যা থেকে আবারও রাঙামাটি শহরে মাইকিং শুরু করেছে জেলা প্রশাসন। আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্ক বার্তার পাওয়ার পর এই মাইকিং করা হয়েছে বলে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব প্রকাশ কান্তি চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

 

তিনি জানান, আবহাওয়া অধিদপ্তর থেকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের প্রেরিত আবহাওয়া সতর্ক বার্তার প্রেক্ষিতে জেলা প্রশাসকের কাছে আবহাওয়া সংক্রান্ত জরুরী নিদের্শ এসেছে। এ নির্দেশে পার্বত্য জেলা সমুহে আবারও প্রবল বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। তাই রাঙামাটি জেলা সদরে এবং বাকী ৯টি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের মাইকযোগে প্রচারের জন্য নিদের্শ দেয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।


তিনি আরো বলেন, এ বিষয়ে জেলা প্রশাসন রাঙামাটি শহরে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় কেন্দ্র রয়েছে সে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সাময়িক পরীক্ষার তারিখ এক সপ্তাহ পিছিয়ে নেয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের অনুরোধ জাননো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত