রাটার‌্যাক্ট ক্লাব অব রাঙামাটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

Published: 04 Jul 2017   Tuesday   

রাটার‌্যাক্ট ক্লাব অব রাঙামাটির (২০১৭-১৮) রোটা বর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রোটারিয়ান আফতাফ উদ্দিন সিদ্দিকী রোটার‌্যাক্ট কমিটির চেয়ারম্যান (২০১৬-১৭) কর্তৃক আগামী (২০১৭-১৮) রোটা বর্ষের এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।


কমিটির নির্বাচিত সদস্যরা হলেন, সভাপতি পদে রোটার‌্যাক্টর মোঃ আমিনুল ইসলাম, আই পি পি রোটাঃ মোঃ আবু বকর সিদ্দিক, রোটাঃ সহ-সভাপতি মোঃ মতিউর রহমান-১, সহ-সভপতি রোটাঃ মোঃ অলি আহাদ-২, সহ-সভপতি রোটাঃ মোঃ ইউনুচ মিয়া-৩, ক্লাব সচিব রোটাঃ ¯েœহাশীষ বড়–য়া, যুগ্ন সচিব রোটাঃ রুবেল ইসলাম-১, যুগ্ন সচিব রোটাঃ আব্দুস সালাম-২, কোষাধ্যক্ষ রোটাঃ ইকবাল হোসেন, সহ-কোষাধ্যক্ষ কামরুল হাসান, ক্লাব সেবা পরিচালক রোটাঃ পুজা ত্রিপুরা, সমাজ সেবা পরিচালক রোটাঃ ইমতিয়াজ আহম্মেদ ফরহাদ, পেশা উন্নয়ন পরিচালক রোটাঃ রুবি আক্তার, আন্তর্জাতিক সেবা পরিচালক রোঃ মর্জিনা আক্তার মনি, প্রকাশনা সম্পাদক রোটাঃ মোহাম্মদ ইসহাক, চীফ সার্জেন্ট এড আর্মস রোটাঃ মঈন উদ্দিন খোকন, সার্জেন্ট এড আর্মস রোটাঃ জয়ন্তী ত্রিপুরা।


উল্লেখ্য,রোটার‌্যাক্ট ক্লাব অব রাঙামাটির একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ১৯৯৫ সালে প্রতিষ্ঠাতা সভাপতি শাওন ফরিদের নেতৃত্বে কয়েকজন সদস্য নিয়ে এই ক্লাবটির কার্যক্রম শুরু হয়। অদ্যাবধি পর্যন্ত ক্লাবের মাধ্যমে বিভিন্ন সেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। অভিভাবকত্বে রোটারী ক্লাব অব চিটাগাং ডাউন টাউন এর সঠিক নির্দেশনা ও সুপরামর্শ অনুযায়ী কার্যক্রম এর ধারাবাহিকতায় (২০১৬-১৭) রোটাবর্ষের বিভিন্ন সেবামূলক কার্যক্রমের ফলে রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২, তে রোটার‌্যাক্ট ক্লাব অব রাঙামাটি সাফল্য বয়ে এনেছে।

 

প্রতি এক বছর পর পর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এদিকে নির্বাচিতরা মানব সেবার মধ্য দিয়ে দেশ ও জাতির স্বার্থে রোটার‌্যাক্ট ক্লাব অব রাঙামাটিকে সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত