লংগদুতে পাহাড়ীদের বাড়ীতে অগ্নিসংযোগ মামলার আসামীদের জামিন না মঞ্জুর

Published: 05 Jul 2017   Wednesday   

রাঙামাটির লংগদু উপজেলার সদর ইউনিয়নের তিনটি পাহাড়ী গ্রামে বাড়ীঘরে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেফতারকৃত ২৯ জন আসামীদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। জামিন আবেদন শুনানী শেষে আগামী ১৯ জুলাই নতুন শুনানীর দিন ধার্য করা হয়।

 

বুধবার সকালে রাঙামাটি সিনিয়র জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মো. মোহসিনের আদালতে জামিন আবেদন করা হলে আদালত জামিন না মঞ্জুর করে আসামীদের জেল হাজতে প্রেরণ করেন। আসামী পক্ষে শুনানী করেন এ্যাড. পারভেজ তালুকদার, এ্যাড. মো. মামুনর রশীদ মামুন, এ্যাড. সাইফুল ইসলাম পনির।

 

শুনানীতে আসামী পক্ষের আইনজীবী মামুনর রশীদ মামুন গ্রেফতারকৃতদের জামিন দিয়ে ঘটনার সাথে জড়িত প্রকৃত আসামীদের গ্রেফতারের দাবী করেন।

 

উল্লেখ্য গত ১ জুন দিঘীনালা- খাগড়াছড়ি সড়কের খাগড়াছড়ি সদর থানার চার মাইল এলাকায় স্থানীয় যুবলীগ নেতা মো. নুরুল ইসলাম নয়নের লাশ পাওয়া যায়। তিনি মোটর সাইকেলে ভাড়ায় যাত্রী নিয়ে লংগদু থেকে খাগড়াছড়ি গিয়েছিল। পরদিন ২ জুন সকালে লংগদুর বাট্ট্যাপাড়া থেকে লংগদু সদর পর্যন্ত লাশ নিয়ে স্থানীয় বাঙালী মিছিল বের করে। এ সময় তিনটিলা,মানিকজোড় ছড়া ও বাট্টাপাড়ায় পাহাড়হিদের ঘর বাড়ীতে অগ্নিসংযোগ করা হয়। এতে দুশতের অধিক ঘরবাড়ি পুড়ে যায়। এ ঘটনায় লংগদু থানার পুলিশ উপ পরিদর্শক দুলাল হোসেন বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ এবং ৩ থেকে ৪শ জন অজ্ঞাত জনকে আসামী লংগদু থানায় একটি মামলা দায়ের করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত