পাহাড় ধসে কাপ্তাইয়ে ক্ষতিগ্রস্থদের ত্রাণ বিতরণ

Published: 05 Jul 2017   Wednesday   

পাহাড় ধসে কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ২৬৩ টি পরিবারের মাঝে  বুধবার  সরকারের ত্রান ও পূনর্বাসন মন্ত্রনালয়ের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। পরিবার প্রতি ২০ কেজি করে চাল বিতরন করা হয়েছে।

 

চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে ক্ষতিগ্রস্হ পরিবারের সদস্যদের মাঝে  ত্রান সামগ্রী বিতরন করেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আ`লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য দীপংকর তালুকদার। ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী( বেবী)  এর সভাপতিত্বে ত্রান বিতরন অনুষ্ঠানে  জেলা আ`লীগ সাংগঠনিক সম্পাদক মফিজুল হক,কাপ্তাই উপজেলা আ`লীগ সভাপতি অংসুচাইন চৌধুরী,রাং গামাটি জেলা পরিষদ সদস্য কাপ্তাই উপজেলা আ` লীগ সাধারন সম্পাদক প্রকৌশলী থোয়াই চিং মার্মা, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ নুর মোহাম্মদ, চন্দ্রঘোনা ইউনিয়ন আ` লীগ সভাপতি মো ইলিয়াছ, সাধারন সম্পাদক কামরুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফজলুল কাদের মানিক,উপজেলা ছাত্র লীগ সভাপতি নুর উদ্দিন সুমন,সাধারন সম্পাদক এ আর লিমন,কাপ্তাই ইউনিয়ন আ` লীগ সভাপতি সাগর চক্রবর্তী, সাধারন সম্পাদক মহিউদ্দন পাটোয়ারী বাদলসহ দলের অঙ্গ সংগঠনের নেতা কর্মী এবং বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা উপস্হিত ছিলেন।

 

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম জানান সরকারের ত্রান ও পূনর্বাসন মন্ত্রনালয়ের পক্ষ  থেকে  কাপ্তাই উপজেলায়  ক্ষতিগ্রস্হ পরিবারের জন্য সর্বমোট ৪৫ মেট্রিকটন চাল বরাদ্দ করা হয়। তৎমধ্যে ৫ টি ইউনিয়নে ৩৫ মেট্রিক টন এবং আশ্রয় কেন্দ্র সমুহের জন্য ১০ মেট্রিক  টন চাল বিতরন করা হয়। এছাড়াও নিহত ও আহত পরিবারের জন্য সাড়ে বার লক্ষ টাকা প্রদান করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত