খাগড়াছড়িতে সেনাবাহিনীর রিক্র্যুট ব্যাচের শপথ গ্রহণ কুচকাওয়াজ অনুষ্ঠিত

Published: 06 Jul 2017   Thursday   

বৃহস্পতিবার খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর রিক্র্যুট (Recruit) ব্যাচ ১৭-১ এর ৯৬৯ জন সৈনিকের শপথ গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

 

দীঘিনালা সেনা জোনে অবস্থিত এডহক ফরমেশন রিক্রুট ট্রেনিং সেন্টারে (ADHOC Formation Recruit Training Centre)  কুচকাওয়াজ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সশস্ত্র সালাম গ্রহণ করেন ২৪ পদাতিক ডিভিশন চট্টগ্রাম অঞ্চলের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার।

 

এসময় খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রি: জেনারেল মীর মুশফিকুর রহমান, ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক লে: কর্ণেল তাজুল ইসলাম, জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলামসহ সামরিক-বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ছয় মাসের প্রশিক্ষণে বিভিন্ন ইভেন্টে সেরা অবস্থানকারী, চ্যাম্পিয়ন ও রানার্স-আপ হওয়াদের পুরস্কৃত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার ।  পরে প্রশিক্ষণার্থীদের শপথ বাক্য পাঠ করান ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক লে: কর্ণেল তাজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জিওসি বলেন, মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষার যে দায়িত্ব আপনারা নিয়েছেন তা পালনে প্রশিক্ষণলব্ধ জ্ঞান আপনাদের সহায়ক হবে। প্রতিটি মুর্হুতে নিজের আত্মবিশ্বাসকে সমুন্নত রাখার আহ্বান জানান তিনি।

 

উল্লেখ্য, ১৭-১ রিক্র্যুট ব্যাচ এডহক ফরমেশন রিক্র্যুট ট্রেনিং সেন্টার’র দ্বিতীয় ব্যাচ। এ ব্যাচে রিক্র্যুটস হয় ১০০৭ জন। এরমধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করে ৯৬৯ জন রিক্র্যুটস।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত