জুরাছড়িতে পাহাড় ধসে নিহতদের পরিবারের মাঝে বিএনপির আর্থিক সহায়তা প্রদান

Published: 06 Jul 2017   Thursday   

পাহাড় ধসে জুরাছড়িতে নিহতদের পরিবারের মাঝে  বিএনপি’র পক্ষ থেকে বৃহস্পতিবার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

 

জুরাছড়ি উপজেলায় বিশ্রামাগারে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি  মো: শাহ আলম। জুরাছড়ি বিএনপির সভাপতি কিরণ বিকাশ চাকমার সভাপতিত্বে দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু, সহ-সভাপতি সুস্বপন দেওয়ান, যুগ্ন সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, জেলা সেচ্ছা সেবক দলের সভাপতি দেব জ্যোতি চাকমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুনির হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

 

প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি  মো: শাহ আলম অভিযোগ করে বলেন সরকার প্রতিবছর পার্বত্য এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনার জন্য ছিয়াত্তর হাজার মেট্রিক টন খাদ্য-শষ্য বরাদ্দ দিলেও  সে গুলো সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না। এসব খাদ্য-শষ্য লুটপাট হচ্ছে।

 

তিনি আরো অভিযোগ করে বলেন, জননেত্রী খালেদার নির্দেশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ পার্বত্য এলাকায় পাহাড় ধস ও প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান সহায়তা প্রদানে আসার পথে আওয়ামী লীগের লালিত সন্ত্রসীরা হামলা ও ক্ষতিগ্রস্থদের ত্রান লুটপাট করেছে।

 

তিনি বলেন, জেলা পরিষদ সাধারণ মানুষের দুর্যোগে খোজ-খবর নেওয়ার সময় নেই-তারা এখন চাবরী বাণিজ্য নিয়ে মহাব্যস্ত। মেধাকে গুরুত্ব না দিয়ে টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। চাকরীর জন্য এখন আর লেখা-পড়ার প্রয়োজন নেই-শুধু মাত্র জয় বাংলা বলতে পারলে দলের কর্মীদের চাকরী দিচ্ছে জেলা পরিষদ বলে তিনি দাবী করেন।

 

উল্লেখ্য সম্প্রতি পাহাড় ধসে জুরাছড়ি উপজেলার সদর ইউনিয়নে ৩ জন, মৈদং ১ জন, দুমদুম্যা ইউনিয়নে ২জন মারা যান। নিহত পরিবারের মাঝে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত