কাপ্তাইয়ে চাঁদের গাড়ী উল্টে নিহত ১: আহত ২০

Published: 06 Jul 2017   Thursday   

বৃহস্পতিবার কাপ্তাই উপজেলার রাইখালি ভালুক্যা এলাকায় চাঁদের গাড়ী উল্টে ঘটনাস্হলে ১ জন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

 

জানা যায়,বৃহস্পতিবার সকালে রাইখালির পানছড়ি থেকে একটি যাত্রীবাহি জীপ গাড়ী ভালুক্যা পাহাড়ে উঠার সময় নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে ঘটনাস্হলে একজন নিহত হন এবং ২০ জন আহত হন। নিহত ব্যক্তির নাম অংক্যহ্লা মার্মা(৫০) পিতা হ্লা অং মার্মা,তার বাড়ী রাইখালির পানছড়ি লাম্বাছড়ি এলাকায়। আহত কয়েকজনকে স্হানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহত ৬ জনকে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়েছে।

 

 হাসপাতালের সহকারী পরিচালক ডা: প্রবীর খিয়াং এর নেত্বত্বে কর্তব্যরত চিকিৎসক এবং নার্সরা দ্রুত আহতদের চিকিৎসা প্রদান করেন। তৎমধ্যে গুরুতর আহত উ ক্যাই চিং খেয়াং(৩০) এর আঘাত গুরুতর হওয়ায় তাকে কাপ্তাই উপজেলা স্বাস্হ কমপ্লেক্সের এ্যামবুলেন্স করে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের চিকিৎসাধীন আহতরা হলেন ম্রা বোয়ং মার্মা(৫৫) পানছড়ি রাইখালি, মিসেস হ্লা প্রু মার্মা (৩৮) পানছড়ি রাইখালি,সুই চিং মার্মা(৫০) মিতিঙ্গাছড়ি রাইখালি, মিসেস থুই মা চিং মার্মা(৪০) পানছড়ি রাইখালি,পু চি মং মার্মা(৪৭) মিতিঙ্গাছড়ি রাইখালি।

 

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান সকালে পানছড়ি থেকে প্রায় ৪০ জনের অধিক যাত্রী নিয়ে  জীপটি রাইখালির কারিগরপাড়া বাজারে যাচ্ছিল। বৃহস্পতিবার বাজার বার হওয়ায় ধারন ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে জীপটি পানছড়ি থেকে ছাড়ে।

 

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাই  সত্যতা স্বীকার করে জানান, জীপের চালক পলাতক রয়েছে। দূর্ঘটনাকবলিত জীপগাড়িটিকে চন্দ্রঘোনা থানায় নিয়ে আসা হয়েছে।

 

এদিকে দূর্ঘটনার খবর পেয়ে কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইচাইন চৌধুরী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম,রাইখালি ইউপি চেয়ারম্যান সায়ামং মার্মা,চিৎমরম ইউ পি চেয়ারম্যান খ্যাইসা অং মার্মা,কাপ্তাই ইউ পি চেয়ারম্যান আব্দুল লতিফ চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে ছুটে যান। তাৎক্ষনিকভাবে আহত ৬ জনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা  এবং উপজেলা চেয়ারম্যান ব্যাক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত