রাঙামাটি জেলা পরিষদের বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

Published: 07 Jul 2017   Friday   

শুক্রবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে  বিভিন্ন প্রতিষ্ঠান ক্রীড়া সামগ্রি বিতরন করা হয়েছে।

 

শহরের মাঝেরবস্তী এলাকায় তার নিজ বাসভবনে শুক্রবার জেলা পরিষদ সদস্য অমিত চাকমা রাজু ক্রীড়া সংগঠন প্রধানদের হাতে পরিষদের হাতে এসব ক্রীড়া সামগ্রি বিতরণ করেন। এ সময় সৃষ্টি স্পোটিং ক্লাবের সভাপতি মোঃ আব্দুল মোমেন, সিনিয়র সহ-সভাপতি আদনান পাশা সুজা, সৃষ্টি স্পোটিং ক্লাবের সহ-সভাপতি কামরুল হাসান হিরো, সৃষ্টি স্পোটিং ক্লাবের সহ-সভাপতি ওমর ফারুক আলমগীর, যুব সংঘ ক্লাবের সাধারন সম্পাদক জনি ত্রিপুরা’সহ অন্যান্য ক্রীড়া প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

 

পরে তিনি স্পোটিং ক্লাব, যুব সংঘ ও সৃজন স্পোটিং ক্লাব’সহ অন্যান্য ক্রীড়া প্রতিষ্ঠানকে ক্রিকেট সেট, ফুটবল, ভলিবল’সহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

 

এসময় জেলা পরিষদ সদস্য অমিত চাকমা রাজু বলেন, ক্রিকেট’সহ বিভিন্ন খেলায় বাংলাদেশ এখন অনেক দূর এগিয়ে গেছে। ক্রীড়া ক্ষেত্রে বিশ্বের মাঝে আমাদের দেশ এখন একটি সুপরিচিত দেশ। তিনি বলেন, ক্রীড়া ক্ষেত্রে এ জেলারও রয়েছে ঐতিহ্য। জাতীয় পর্যায়ে জেলার বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠান থেকে স্বনামধন্য অনেক ফুটবল খেলোয়ার রয়েছেন। এ ঐতিহ্য যাতে হারিয়ে না যায় এবং যুব সমাজ যাতে মাদকের দিকে ধাবিত না হতে ক্রীড়ার প্রতি মনোযোগী হয় সে লক্ষ্যেই জেলা পরিষদের এ মহতি উদ্যোগ নিয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত