পাহাড় ধসে রাঙামাটি সদরের ৬ ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ৭ হাজার পরিবারকে চাল বিতরণ

Published: 08 Jul 2017   Saturday   

পাহাড় ধসে রাঙামাটি সদর উপজেলায় ৬টি ইউনিয়নে ক্ষতিগ্রস্থদের জন্য সরকারের বরাদ্ধকৃত (জিআর) চাল শনিবার বিতরণ করা হয়েছে।  কুতুকছড়ি ইউনিয়ন ছাড়া অন্য স্ব স্ব ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এসব চাল বিতরণ করা হয়।

 

সকালে  মগবান, বালুখালী, সাপছড়ি ও বন্দুক ভাঙ্গা ইউনিয়নে চাল বিতরণ কার্যক্রম উদ্ধোধন করেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা। এ সময় মগবান ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা, বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমা, বন্দুক ভাঙ্গা ইউপির বরুন কান্তি চাকমা, সাপছড়ি ইউপি চেয়ারম্যান মৃনাল কান্তি চাকমা উপস্থিত ছিলেন।

 

ক্ষতিগ্রস্থদের মধ্যে বালুখালী ইউনিয়নে  ১৪শ পরিবার, বন্দুক ভাঙ্গা ইউনিয়নে ১৪শ, মগবান ইউনিয়নে সাড়ে ১২শ,সাপছড়ি ইউনিয়নে ১২শ, কুতুকছড়ি ইউনিয়নে সাড়ে ১১শ এবং জীবতলি ইউনিয়নে সাড়ে ৬শ পরিবারকে প্রতি পরিবারকে ২০ কেজি করে এসব চাল বিতরণ করা হয়।

 

উল্লেখ্য গেল ১৩ জুন পাহাড় ধসে রাঙামাটিতে ১২০ জন মারা যান । এতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয় রাঙামাটি সদর উপজেলা। এই ঘটনার পর নিহতের পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হলেও অন্য ক্ষতিগ্রস্থদের  ত্রাণ দেওয়া হয় শনিবার।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত