লামায় সড়ক দূর্ঘটনায় নিহত ২: আহত ৭

Published: 08 Jul 2017   Saturday   

লামা উপজেলা সদর থেকে ৫০ কিলোমিটার দূরে একটি লেবু বোঝাই ট্রাক ব্রেকফিল হয়ে খাদে পড়ে ২জন নিহত হয়েছেন। এ সময় ৩ জন গুরুতর আহত হন। শুক্রবার রাতে উপজেলার গজালিয়া-আজিজনগর সড়কের ছিউরতলী বাদি গাছতলা এলাকায় এই ঘটনা ঘটে।


নিহতরা হল, তোফাজ্জ্বল হোসেন মামুন (২৮), পিতা-আব্দুল মালেক মেম্বার, ছিউর তলী, ফাইতং, লামা, বান্দরবান ও ট্রাক ড্রাইভার আব্দু রাসেদ (৩০) পিতা- আবুল কালাম, চর পাড়া, পেকুয়া, কক্সবাজার। নিহতদের লাশ আজিজনগর জেনারেল হাসপাতালের রাখা হয়েছে।


এদিকে একই স্থানে আরেক সড়ক দূর্ঘটনায় একটি ম্যাজিক গাড়ি পাহাড়ের নিচে পড়ে গিয়ে ৪ জন গুরু আহত হয়েছেন। আহতরা হলেন, আব্দুল আজিজ (৫৫), মোঃ ইব্রাহিম (১৩), আনোয়ার সওদাগর (৪৫) ও আলী নূর (ম্যাজিক গাড়ি ড্রাইভার), সামসুল হক । আহতদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।


আজিজনগর পুলিশ ফাঁড়ির আইসি হুমায়ুন কবির জানান, গজালিয়া-আজিজনগর সড়কের ছিয়ততলী বাদিতলা এলাকায় একটি লেবু বোঝাই ট্রাক উচু পাহাড় উঠার সময় ব্রেকফিল হয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পিছনে নেমে আসে এবং পাহাড়ের খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ২ জন নিহত ও ৩ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।


লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ২জন মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন, ঘটনাস্থলে লামা থানা থেকে ৪৫-৫০ কিলোমিটার দূরে। লামায় থানায় মরদেহ আনার জন্য পুলিশ পাঠানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত