লামায় মাতামূহুরী নদীর গতি পরিবর্তনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি

Published: 10 Jul 2017   Monday   

বান্দরবানে লামা মাতামুহুরী নদীর গতি পথ পরিবর্তন ও পৌর শহর রক্ষাবাঁধ নির্মাণের দাবীতে সোমবার  মানববন্ধন  ও স্মারকলিপি প্রদান করেছেন নাগরিক ফোরাম ও বেসরকারী সংস্থা আইএইচপিডি।

 

সকালে লামা উপজেলা পরিষদ সম্মুখ সড়কে এ মানববন্ধন চলাকালে   বক্তব্য রাখেন,  মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহবুবুর রহমান, ওর্য়াড কমিশনার মো. রফিক, মো. সাইফুদ্দিন, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাপান বড়ুয়া, পৌর ছাত্রলীগের সভাপতি মো. শাহিন।

 

এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভা প্যানেল মেয়র মোঃ হোসেন বাদশা, ইনিশিয়েটিভ্স ফর হিলী পিপল্স ডেভেলপম্যান্ট’র চেয়ারম্যান মংক্যচিং হেডম্যান, সাধারন সম্পাদক মংছিংপ্রু মার্মা, যুব নেতা মো. জাহাঙ্গীর আলম কাউছার, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মংছাই প্রমূখ। মানববন্ধনে লামার সর্বস্তরের জনসাধারণ, ব্যবসায়ী, সাংবাদিক, এনজিও কর্মী ও জন-প্রতিনিধিসহ প্রায় ৩শতাধিক এলাকাবাসী অংশ নেন। এছাড়া জলাবদ্ধতা নিরসনে দীর্ঘ মেয়াদী ও টেকসই পরিকল্পনার দাবি জানিয়ে মানববন্ধনে অংশ নেয় এনজিও  ইনিশিয়েটিভস  ফর হিলি পিপল্স ডেভেলপমেন্ট (আই.এইচ.পি.ডি.) লামা।

মানববন্ধন শেষে নেতৃবৃন্দরা লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে  প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন। 

মানববন্ধনে অংশগ্রহনকারী মানুষের সকলের একটাই দাবি ছিল “ত্রাণ চাইনা, মাতামুহুরী নদীর গতি পরিবর্তন চাই” পৌরসভা এবং আশপাশে এলাকাতে জলবন্ধতা নিরসনে দীর্ঘ মেয়াদী ও টেকসই পরিকল্পনা চাই”।

 

সমাবেশে বক্তারা বলেন, মাতামুহুরী নদী সংযোগ বমুখাল থেকে সাপমারা ঝিরির দু’পাশ কেটে প্রসস্ত করলে এ সমস্যার সমাধান সম্ভব হবে। প্রতি বছর রক্ষা পাবে কোটি টাকার সম্পদ। সে জন্য তারা প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। মাতামুহুরী নদীর নাব্যতা সংকটের কারণে ৩ থেকে ৪ ঘন্টার ভারী বৃষ্টিপাতে বন্যার পানিতে প্লাবিত হয় লামা উপজেলা।

 

প্রসঙ্গতঃ নাব্যতা সংকটের কারণে প্রতি বছর মাতামুহুরী নদীর জলাবদ্ধতায় সৃষ্ট বন্যায় প্লাবিত হয় লামা উপজেলা শহর সহ আশপাশের লোকালয়। যাতে করে প্রতিবছরে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় কয়েক কোটি টাকা। আগে কয়েক বছর পর পর বন্যা হলেও বিগত ১৫ বছর যাবৎ বছরে প্রায় ৩ থেকে ৪ বার বন্যায় আক্রান্ত হয় লামাবাসি। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত