কাপ্তাইয়ে বাল্য বিবাহ,যৌতূক, নারী ও শিশু নির্যাতন এবং শিশু পাচার রোধ বিষয়ক মহিলা সমাবেশ

Published: 10 Jul 2017   Monday   

বাল্য বিবাহ,যৌতূক, নারী ও শিশু নির্যাতন এবং শিশু পাচার রোধ বিষয়ক মহিলা সমাবেশে  সোমবার কাপ্তাইয়ে অনুষ্ঠিত হয়েছে।

 

কাপ্তাই উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে কাপ্তাই ৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন।  চিৎমরম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খ্যাইসা অং মার্মার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির ব্ক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম। সমাবেশের কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সিথি চাকমা সহ চিৎমরম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মহিলা জনপ্রতিনিধি এবং ভিজিডি উপকারভোগীরা উপস্হিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন বলেন,বাল্য বিবাহ,যৌতুক,নারী ও শিশু নির্যাতন একটি সামাজিক ব্যাধি,একে সমাজ থেকে পুরোদমে নির্মুল করতে হলে প্রথমে মহিলাদের এগিয়ে আসতে পারে। একজন সচেতন মা’ই পারবে সমাজ থেকে এই অভিশাপ দূর করতে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত