সরকারের অর্জিত সফলতা ও মাদক,সন্ত্রাস,জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে কাপ্তাইয়ে আলোচনা সভা

Published: 11 Jul 2017   Tuesday   

প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সমূহের ব্রান্ডিং, বিভিন্ন সেক্টরে সরকারের অর্জিত সফলতা, উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়নের লক্ষ্য সমূহ এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে মঙ্গলবার কাপ্তাইয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন। উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, সুব্রত বিকাশ তনচংগ্যা জটিল, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নূর। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন সহকারী তথ্য কর্মকর্তা মোঃ হারুন, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, ওয়াগ্গা মৌজার হেডম্যান ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি অরুন তালুকদার, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা।


এর আগে এ বিষয়ে উদ্ধুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়।সভায় স্থানীয় ইউপি সদস্য, কারবারী, গণ্যমান্য ব্যক্তিসহ বিদ্যালয়ে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিল।


সভায় বক্তারা মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ টেকসই উন্নয়নে বড় বাঁধা।এর থেকে পরিত্রাণ পেতে সচেতনতার পাশাপাশি সকলেই একযোগে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত