রাঙামাটিতে দূর্যোগ মোকাবেলায় জরুরী সাড়া প্রদানে নারী অবহিতকরণ সভা

Published: 11 Jul 2017   Tuesday   

দূর্যোগ মোকাবেলায় জরুরী সাড়া প্রদানে নারী বিষয়ক এক অবহিতকরন সভা মঙ্গলবার রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে।


বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহিল ও এ্যাকশন এইড উদ্যোগে শহরের আশিকা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। এ সময় বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহিলের নির্বাহী পরিচালক মং থোয়াই চিং মারমা, এ্যাকশান এইড এর প্রোগ্রাম অফিসার নুরুনাহার বেগম, ইউএনএফপিও এর ফ্লিড কো-অর্ডিনেটর সুমন চাকমা, গ্রীনহিলের কনসালটেন্ট সাংবাদিক সুনীল কান্তি দে প্রমুখ।


এসময় পৌর কাউন্সিলর, সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠানের নারীনেত্রী ও দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। দূর্যোগে নারীদের করনীয় সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে বিষয়বস্তু তুলে ধরেন গ্রীনহিলের চেয়ারপার্সন টুকু তালুকদার।


সভায় বক্তরা বলেন, যে কোন দূর্যোগে সাড়াদানে পুুরুষদের পাশাপাশি সকল পর্যায়ের নারীদের দক্ষতা বৃদ্দির মাধ্যমে দূর্যোগ পূর্ববর্তী ও পরিবর্তি সময়ে দূর্গতদের সহায়তায় নারীদের ভ’মিকা রাখতে গ্রীনহিল ও এ্যাকশন এইড এর এ ধরনের উদ্দ্যেগ সত্যিই প্রসংসনীয়। এর ফলে দূর্যোগ কাটিয়ে উঠা অনেক সহজতর হবে। মানুষের কল্যানে আমাদের সবাইকে কাজ করতে হবে তবে তা বিচ্ছিন্নভাবে না করে সমন্বিতভাবে করলে সকলের জন্য মঙ্গল বয়ে আনবে বলে মন্তব্য করেন বক্তরা।


উল্লেখ্য, পাহাড় ধসে রাঙামাটি শহরের ১৯টি আশ্রয় কেন্দ্রে আশ্রিত নারীদের মধ্যে থেকে দুই পর্বে একশ জনকে এই অবহিতকরণ প্রশিক্ষনে অন্তর্র্ভূক্ত করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত