বরকলের ভূষণছড়া ইউপি নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণে অপরাগতা: পুন:নির্বাচনের দাবি

Published: 11 Jul 2017   Tuesday   

রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচনী ফলাফল বাতিল করে পুন:নির্বাচনের দাবী জানিয়েছেন নবনির্বাচিত ৭ জন সদস্য। পুনঃনির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত শপথ গ্রহণে অপারগতা জানিয়ে বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত মতামত ও দাবিনামা জানিয়েছেন নবনির্বাচিত ৭ সদস্যরা।


মঙ্গলবার ৪নং ভূষণছড়া ইউনিয়ন পরিষদের ৯নং সাধারণ ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য হরি লাল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ কথা জানান।


প্রেস বার্তায় বলা হয়, গত ২৩ মে বরকল উপজেলাধীন ৪নং ভূষণছড়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে ১নং সাধারণ ওয়ার্ডের সুরেশ কুমার চাকমা, ২নং সাধারণ ওয়ার্ডের প্রীতি শংকর দেওয়ান, ৩নং সাধারণ ওয়ার্ডের জয়সেন কার্বারী, ৪নং সাধারণ ওয়ার্ডের পাত্তর মণি চাকমা, ৯নং সাধারণ ওয়ার্ডের হরি লাল চাকমা, ১নং সংরক্ষিত ওয়ার্ডের রিপনা চাকমা ও ২নং সংরক্ষিত ওয়ার্ডের জ্যোৎস্না চাকমাকে বিজয়ী ঘোষণা করে। গত ২১ জুন নির্বাচন কমিশন গেজেট প্রকাশ এবং গত সোমবার শপথ গ্রহণের জন্য বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া পারভিন নব নির্বাচিত সদস্যদেরকে অবহিত করেন।


প্রেস বার্তায় আরো বলা হয়, মামুনুর রশিদ মামুনকে ৪নং ভূষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে অবৈধভাবে বিজয়ী ঘোষণা করার কারণে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দীলিপ কুমার চাকমা উক্ত ভোটকেন্দ্রের ভোট বাতিল করে পুন:নির্বাচনের দাবিতে গত বছর ৪ জুন প্রধান নির্বাচন কমিশনারের বরাবর আবেদন করেন। একই দাবিতে মহামান্য হাই কোর্টে রীট পিটিশন করেন। উক্ত নির্বাচন বাতিল করে পুন:নির্বাচনের দাবিতে নির্বাচন বিধিমালা অনুযায়ী ১০ জানুয়ারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দীলিপ কুমার চাকমা চট্টগ্রামের বিজ্ঞ নির্বাচন ট্রাইব্যুনালের সিনিয়র সহকারি জজ আদালতে মামলা দায়ের করেছেন। বর্তমানে উক্ত মামলার বিচার চলমান রয়েছে। গত ৪ জুন বরকল উপজেলার ৪নং ভূষণছড়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দখল করে জাল ভোটের মাধ্যমে ৪নং ভূষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে অবৈধভাবে বিজয়ী ঘোষিত মামুনুর রশিদ মামুনের সাথে কাজ করা তাদের পক্ষে সম্ভব নয়।


প্রেস বার্তায় অভিযোগ করা হয়, গত বছর ৪ জুন বরকল উপজেলার ৪নং ভূষণছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা লঙ্ঘন করে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশিদ মামুন ৩নং ওয়ার্ডের ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ৫০ থেকে ৬০ জন বহিরাগত লোক দিয়ে কেন্দ্র দখল করে জাল ভোট প্রদান করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত