রাঙামাটি জেলা পরিষদের সাংস্কৃতিক ও ক্রীড়া সামগ্রী বিতরণ

Published: 11 Jul 2017   Tuesday   

মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে নানিয়ারচর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানে সাংস্কৃতিক ও ক্রীড়া সরঞ্জাম বিতরন করা হয়েছে।


জেলা পরিষদ বিশ্রামাগার প্রাঙ্গনে নানিয়ারচর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের হাতে সাংস্কৃতিক ও ক্রীড়া সরঞ্জামগুলো তুলে দেন জেলা পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ। এ সময় নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমোদ চাকমা, ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান অমর জীবন চাকমা, সাইন সাইন পাবলিক স্কুলের প্রধান শিক্ষক অরুন বিকাশ চাকমা, রামহরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কৃষ্ণ চাকমা, নানিয়ারচর উপজেলা আওয়ামীলেিগর যুগ্ন সাধারন সম্পাদক এলিফেন্ট চাকমা প্রমুখ।


পরে জেলা পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ নানিয়ারচর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের হাতে ফুটবল, ভলিবল, নেট, ক্রিকেট সামগ্রী, হারমোনিয়াম, তবলা, ড্রামসেট’সহ অন্যান্যসামগ্রীগুলো তুলে দেন।


উল্লেখ্য, সাংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে জেলা উপজেলার ঐতিহ্য ধরে রাখতে ও যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে জেলা পরিষদের পক্ষ থেকে এ সাংস্কৃতিক ও ক্রীড়া সরঞ্জাম দেয়া হয়।
--হিলবিডি২৪/সম্পাদসা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত