পাহাড় ধসে জুরাছড়িতে ক্ষতিগ্রস্থদের ত্রাণ সমাগ্রী বিতরণ করেছে স্পার্ক ও উন্মেষ

Published: 11 Jul 2017   Tuesday   

পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ ১শ পরিবারের মাঝে মঙ্গলবার রাঙামাটির জুরাছড়িতে  ত্রাণ বিতরণ করেছে। স্থানীয় উন্নয়ন সংস্থা সার্পোটিং পিপল এ্যন্ড রিবিল্ডিং কমিউনিটিস স্পার্ক এবং রক্ত দাতা সংগঠন উন্মেষ এর যৌথ উদ্যোগে  এ ত্রাণ বিতরণ করা হয়।

 

জুড়াছড়ি সদর ইউপি কার্যালয়ের সামনে ত্রান বিতরণের সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জুরাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্যানন চাকমা,বনযোগীছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা,মৈদুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাধনানন্দ চাকমা প্রমুখ। এছাড়া বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান  সুরেশ কুমার চাকমা, স্পার্ক-এর সমন্বয়কারী নুকু চাকমা উন্মেষ এর প্রতিনিধি বিদ্যুৎ চাকমা এবং অন্বেষা চাকমা,ননাবী চাকমা বনযোগী ছড়া ইউপি সদস্য এবং কার্বারী অঞ্জন কুমার তঞ্চঙ্গ্যা।

 

বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল,আলু,চিদোল,সয়াবিন তেল,লবণ,টিশার্ট,সাবান,খাওয়ার স্যালাইন,স্যানিটারী ন্যাপকিন,দেশলাই এবং মোমবাতি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত