রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বিলাইছড়িতে সাংস্কৃতিক ও ক্রীড়া সামগ্রী বিতরণ

Published: 13 Jul 2017   Thursday   

বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে বিলাইছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া-সামাজিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানে সাংস্কৃতিক ও ক্রীড়া সরঞ্জাম বিতরন করা হয়েছে। সাংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে জেলা উপজেলার ঐতিহ্য ধরে রাখতে ও যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এ সামগ্রি বিতরণ করা হয়।


বিলাইছড়ি আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের হাতে পরিষদের পক্ষ থেকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া সাংস্কৃতিক ও ক্রীড়া সরঞ্জামগুলো তুলে দেন।


এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা, জেলা আওয়ামীলীগের সদস্য ও বিলাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়সেন তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রাসেল মারমা, সহ-সভাপতি সুকুমার চক্রবত্তী, সহ-সভাপতি স্বপন চাকমা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ শাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক চাইথোয়াই মারমা, ৩নং ফারুয়া ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, দপ্তর সম্পাদক প্রদীপ দাশ, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রহর কান্তি চাকমা, ১নং বিলাইছড়ি ইউপি সদস্য ও ১নং বিলাইছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ভদ্রসেন চাকমা, উপজেলা যুবলীগ সভাপতি অংশেপ্রু মারমা, সহ-সভাপতি অংশিপ্রু মারমা, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আকাশ মারমা, বিলাইছড়ি উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক রুপম চাকমা, ১নং বিলাইছড়ি ইউপি সদস্য চোয়ানলেই পাংখোয়া, বিলাইছড়ি উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈকত দাশ রুবেল, ছাত্রলীগ সাধারণ সম্পাদক উষামং মারমা প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন।


পরে জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া ও অন্যান্য অতিথিরা বিলাইছড়ি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের হাতে ফুটবল, ভলিবল, নেট, ক্রিকেট সামগ্রী, হারমোনিয়াম, তবলা, ড্রামসেট’সহ অন্যান্য সামগ্রীগুলো তুলে দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত