কাপ্তাইয়ের শাইনিং হিলের উদ্যোগে সুফল ভোগীদের মাঝে ফলদ চারা বিতরণ

Published: 14 Jul 2017   Friday   

কাপ্তাইয়ের  শাইনিং হিলের উদ্যোগে শুক্রবার  সুফল ভোগীদের মাঝে ফলদ চারা বিতরণ করা হয়েছে।

 

শাইনিং হিলের  রিকো এক্ট ফর কেএনপি প্রজেক্টের  আাওতায় ইউএনডিপি-চিএইচটিডিএফের সহায়তায় কাপ্তাই জাতীয় উদ্যান প্রকল্প এলাকার সুফলভোগীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলদ চারা বিতরণ করেন রাঙাগামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মার্মা।

 

এসময় উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মংসুইপ্রু মারমা, ইউএনডিপির (সাইনিংহিল) উপজেলা কো-অডিনেটর শুভ্র প্রদিপ খীসা,সিএমসি এর কাপ্তাই সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, এফচিএফের ইউনিয়ন প্রতিনিধি মংচাই মারমা ও উমাচিং মারমা, স্থানীয় সংবাদিক মোঃ নূর হোসেন মামুন, রাজনীতিবিদ শফিউল ইসলাম খোকন। 

 

ইউএনডিপির (সাইনিংহিল) উপজেলা কো -অডিনেটর শুভ্র প্রদিপ খীসা জানান, বিতরণকৃত পলদ চারার মেধ্য রয়েছে আম, রুপালী, রাঙ্গুই, লেবু, লিচু, জলপাই, পেয়ারাসহ ৮৭৫টি চারা গাছ বিতরণ করা হয়েছে।

 

প্রধান অইতিথির বক্তব্য রাঙাগামাটি  পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মার্মা বলেন, বেশী করে গাছ লাগালে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়।যত বেশী গাছ লাগাবেন পাহাড় ধস এবং ভূমি ধস থেকে মানুষ রক্ষা পাবে।


উল্লেখ্য, শাইনিং হিলের আওতায় কাপ্তাই উপজেলার বিভিন্নস্থানে এ পর্যন্ত প্রায় ১১৭০ পরিবারের মাঝে ফলদ চারা বিতরণ করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত