খাগড়াছড়ির আলুটিলায় সড়ক দুঘর্টনায় নিহতদের আর্থিক সহায়তা প্রদান

Published: 14 Jul 2017   Friday   

খাগড়াছড়িতে আলুটিলা সড়ক দুঘর্টনায় নিহত পরিবারকে শুক্রবার আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। আলুটিলা সড়ক দুঘর্টনায় নিহত ও আহতদের সহায়তা তহবিল সংগ্রহ কমিটির আহ্বায়ক চাইথো অং মারমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, রামগড় উপজেলা চেয়ারম্যান ¤্রাগ্য মারমা,সাবেক জেলা পরিষদ সদস্য মংপ্রু চৌধুরী। অনুষ্টানে প্রতিবেদন পাঠ করেন তহবিল সংগ্রহ কমিটির সদস্য সচিব মংনু মারমা। বক্তব্য রাখেন তহবিল সংগ্রহ কমিটির সদস্য,সাংবাদিক আবু দাউদ, উন্নয়ন কর্মী মথুরা বিকাশ ত্রিপুরা, আলুটিলা সড়ক দুঘর্টনা স্ত্রী ও দুই কন্যা হারানো চাইহ্লাপ্রু মারমা,আহত চিংহ্ললার বাবা ক্রোলামং মারমা।



অনুষ্ঠানে খাগড়াছড়ি আলুটিলায় সড়ক দুঘর্টনায় নিহদের সৎকার ও আহতদের চিকিৎসা এবং পুর্বাসনে এগিয়ে আসা বিভিন্ন প্রতিষ্ঠান,ব্যাক্তি,সংস্থা,সংগঠনকে ধন্যবাদ ও কৃজ্ঞতা এবং তহবিল সংগ্রহ কমিটির আনুষ্ঠানিকভাবে সম্পন্ন ঘোষনা করা হয়।


অনুষ্ঠানে বক্তারা বলেন আলুটিলা সকড় দুঘর্টনায় নিহত ও আহদের চিকিৎসা সেবায় দেশে বিদেশের অনেকে আর্থিক সহযোগিতা দিয়ে সহযোগিতা করেছেন। এছাড়া ঢাকার ইবনেসিনা ও আদ্বদীন হাসপাতাল বিশাল অংকের টাকা ছাড় দিয়ে সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। এ ঘর্টনায় বিশ লক্ষ পচানব্বই হাজার চৌদ্দ টাকা সংগ্রহ হয়। এবং তাদের চিকিৎসায় ব্যয হয় ষোল লক্ষ পচাত্তর হাজার চৌদ্দ টাকা। বাকী টাকা আহত ও নিহত পরিবারে সদস্যদের মাঝে বিতরন করে সহায়তা তহবিল সংগ্রহ কমিটি তাদের আনুষ্ঠানিকতা শেষ হলো।

 

উল্লেখ্য, গেল বছর ৩ ফেব্রুয়ারী খাগড়াছড়ি আলুটিলায় ধাতু চৈত্য বৌদ্ধ বিহারে বৌদ্ধ ভিক্ষুর দাহক্রিয়া ধর্মীয় অনুষ্টানে পুন্যার্থী উপর একটি পাথরবাহি ট্রাক চাপা দিলে ৮ জন নিহত ও সাত জন আহত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত