পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ ঘাগড়া উচ্চ বিদ্যালয় ভবন সংস্কারে স্বেচ্ছা শ্রমে শিক্ষার্থী ও এলাকাবাসী

Published: 14 Jul 2017   Friday   
no

no

সরকারী সহায়তা অপেক্ষায় না থেকে স্বেচ্ছা শ্রমে শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ রাঙামাটির ঘাগড়া বহুমূখী উচ্চ বিদ্যালয় ভবনের সংস্কারের এগিয়ে এসেছেন। শুক্রবার শত শত এলাকাবাসী বিদ্যালয় ভবন রক্ষায় বেড়িবাঁধ দেয়াসহ অন্যান্য মেরামতের কাজ শুরু করেন।


বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গেল ১৩ জুন পাহাড় ধসে ও পানির ঢলের কারণে রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের একমাত্র উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ঘাগড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একাংশ ভেঙ্গে যায়। এছাড়া বিদ্যালয় ভবনে থাকা আসবাবপত্র কম্পিউটার ল্যাবসহ নানান শিক্ষা সামগ্রি নষ্ট হওয়ার পাশাপাশি বিদ্যালয় মাঠে মাটি জমে গেছে। ইতোমধ্যে বিদ্যালয় ভবনের অষ্টম,নবম ও দশম শ্রেনীর শ্রেনী কক্ষ পরিত্যক্ত ঘোষনা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে বিদ্যালয়ের পরীক্ষা গ্রহন করাসহ পাঠদানে মারাত্নক ব্যাহত হচ্ছে। এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হলেও কোন উদ্যোগ না নেয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয় ভবন রক্ষায় এগিয়ে আসার জন্য এলাকার লোকজনদের আহ্বান জানান। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষক, অভিভাবক ও এলাকার শিক্ষানুরাগীরা সাড়া দেন।

 

শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, কয়েক শত শিক্ষার্থী, শিক্ষক,অভিভভাবক ও শিক্ষানুরাগীরা স্বেচ্ছা শ্রমে বিদ্যালয়ের পাশে পানির ঢলে ভেঙ্গে যাওয়া স্থানে বস্তায় বালি দিয়ে বেড়িবাধ তৈরী করছেন। সেখানে স্বেচ্ছা শ্রমে কাজ করতে আসা শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, পাহাড় ধস ও পানির ঢলে কারণে বিদ্যালয় ভবনে একাংশ ভেঙ্গে যাওয়ায় পাঠদানে মারাত্নক ব্যাহত হচ্ছে। তাই সরকারীভাবে কোন সহায়তা অপেক্ষা না থেকে বিদ্যালয় ভবন রক্ষায় বাধ নির্মাণসহ মাঠে জমে যাওয়া মাটি অপসারনের জন্য স্বেচ্ছা শ্রমে কাজ করছি।


বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামাল উদ্দীন জানান, প্রবল বৃষ্টিপাতে পাহাড়ের মাটি ও পানির ঢলে বিদ্যালয়ের ভবনের একাংশ ভেঙ্গে যায়। এচাড়া বিদ্যালয়ের আসবাবপত্রসহ আন্যান্য সামগ্রি নষ্ট হয়েছে।


ঘাগড়া ইউপি’র ৭নং ওয়ার্ড মেম্বার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য পূর্ন ধন চাকমা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ভবন রক্ষায় বিদ্যালয়ের শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা স্বেচ্ছা শ্রমে কাজ করে যাচ্ছেন।


ঘাগড়া বহুমূখী উচ্চ বিদ্যালয়,প্রধান শিক্ষক চন্দ্রা দেওয়ান বলেন, প্রাকৃতি দুর্যোগের কারণে বিদ্যালয় ভবনের পেছনে বেড়িবাধ ভেঙ্গে গিয়ে ভবনের একাংশ সম্পুর্ণ বিধ্বস্ত হয়েছে। ফলে ভবনের একটি অংশ সম্পূর্ন পরিত্যক্ত করতে হয়েছে। বর্তমানে বিদ্যালয়ে পাঠদানে এবং বিদ্যালয়ে পরীক্ষা নিতে সমস্যা হচ্ছে।

 

তিনি আরো জানান, বিদ্যালয় ভেঙ্গে যাওয়ার ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষকের কাছে সহায়তা চাওয়া হলেও এখনো কোন সাড়া মিলেনি। তাই সরকারী সহায়তার অপেক্ষা না থেকে এলাকাবাসী শিক্ষার্থীসহ সকল স্তরের লোকজনদের কাছে সহায়তা চাওয়ার পর সাড়া দিয়েছেন। তারা স্বেচ্ছা শ্রমে বিদ্যালয় ভবন রক্ষায় বেড়িবাঁধ নির্মান, মাঠ থেকে কাঁদা মাটি অপসারণ করছেন।


উল্লেখ্য, গেল ১৩ জুন পাহাড় ধসে রাঙামাটি জেলায় ৫ সেনা সদস্যসহ ১২০ জনের মৃত্যূ হয়। এ ঘটনায় সম্পুর্ণ ঘরবাড়ি বিধস্ত হয় ১ হাজার ২৩১ পরিবার। ক্ষতিগ্রস্থ হয় বিভিন্ন সরকারী ভবন,শিক্ষা প্রতিষ্ঠানসহ ইত্যাদি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত