খাগড়াছড়িতে কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণ

Published: 15 Jul 2017   Saturday   

খাগড়াছড়িতে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে কৃষকদের মাঝে শনিবার ফলজ চারা বিতরন করা  হয়েছে।

 

খাগড়াছড়ি ক্ষুদ্র-নৃ গোষ্ঠি ইনিস্টিটিউট মাঠে এ ফলজ চারা বিতরন  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও কৃষি বিভাগের আহ্বায়ক এ্যাডভোকেট আশুতোষ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম,পুলিশ সুপার আলী আহম্মদ খান, কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক তরুন ভট্টাচার্য,সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চু মনি চাকমা। এছাড়া সুবিধা ভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।

 

প্রতি পরিবারকে ত্রিশটি আম ও দশটি করে তেজ পাতা চারা জেলার তিনশ কৃষকের মাঝে বিতরন করা হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রতি বছর কৃষকদের মাঝে ফলজ চারা বিতরন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত