খাগড়াছড়িতে কারাগারে চাল কালো বাজারে বিক্রির সময় আটক ২

Published: 15 Jul 2017   Saturday   

খাগড়াছড়ি জেলা কারাগারের জন্য বরাদ্ধকৃত চাল কালো বাজারে বিক্রির সময় শনিবার ৮ বস্তায় ৪শ কেজি চালসহ ২জনকে আটক করা হয়েছে।

 

জানা যায়, খাগড়াছড়ি পৌর শহরের  শাহী জামে মসজিদ সড়কের শাহিনুর ট্রের্ডাসে চাল বিক্রির সময়  স্থানীয় জনতা চাল আটক করে পুলিশে খবর দেয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও জেল সুপার মো: মুনতাসির হাসানের উপস্থিতিতে চাল জব্দ করে ক্রেতা দোকান মালিক  মো: শাহজাহান এবং কারাগারে ঠিকাদারের শ্রমিক আবুল বাশারকে আটক করা হয়। আটক আবুল বাশার জানান, জেলার মাহবুব ও কারারক্ষী প্রীতি ভুষক চাকমার নির্দেশে সে চাল পরিবহনের জন্য অটোরিক্সা ঠিক করে দেন, সে এ ঘটনার সাথে জড়িত নয়। আটক দোকান মালিক ৩২ টাকা দরে চাল কেনার কথা স্বীকার করল্ওে কারাগারের চাল কিনা তা তিনি  জানেন না বলে জানান। অন্যদিকে  জেলার মাহবুব   ফোন করার র্পও তিনি রিসিভ করেননি।

 

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ তারেক মো: আব্দুল হান্নান জানান, বিষয়টি যাচাই- বাছাই করা হচ্ছে। মামলা দায়ের প্রস্তুতি চলছে ।   

        

জেল সুপার মো: মুনতাসির হাসান জানান, নানান অনিয়মের অভিযোগে কারাগারের চালের ব্যবস্থাপনায় নিয়োজিত কারারক্ষী প্রীতি ভুষন চাকমাকে দুই দিন আগে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছিল। দায়িত্ব হস্তান্তরের আগেই সে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত