রাঙামাটিতে এলইডিপি মেন্টরিং সেন্টার উদ্বোধন

Published: 16 Jul 2017   Sunday   

রাঙামাটিতে রোববার ‘লার্নিং এ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের (এলইডিপি) ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে জেলা প্রশাসকের সহযোগিতায় রাঙামাটিতে মেন্টরিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। 

 

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারের আইসিটি বিভাগের আওতায় পরিচালিত এলইডিপির মন্টরিং সেন্টারের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী। রাঙামাটি জেলা প্রশাসকের আইসিটি বিভাগের সহকারি কমিশনার রিয়াজ হাসান গৌরব সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি এলইডিপি’র ডিজিটাল মার্কেটিং ট্রেইনার মনিরুল ইসলাম খোকা, রাঙামাটি জেলা প্রশাসকের ডেপুটি কালেক্টর তাপস শীল। এসময় লার্নিং আর্নিং এর দেড়শতাধিক ছাত্রছাত্রী অংশ গ্রহন করেন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বেকার যুব-সমাজকে এগিয়ে আনতে সরকারের এই মহৎ উদ্যোগ। সরকার লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের মাধ্যমে ছাত্রছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি ও সমাজের বেকারত্ব দূরীকরণের জন্য অনলাইন এ উপার্জনের জন্য এই উদ্যোগ নিয়েছে। তার একটি অন্যতম অংশ আর্নিং এন্ড লার্নিং। যার মাধ্যমে ঘরে বসেই, অলনাইন ভিত্তিক কাজ ফিল্যান্সিং এর মাধ্যমে টাকা উপার্জন করা সম্ভব। তাই সকলকে বেকার বসে না থেকে লার্নিং এন্ড আর্নিং ও অন্যন্যা অনলাইন ভিত্তিক কাজে মনোযোগ ও ১০০% ইনকাম করার আহব্বান জানান।


এদিকে ফিল্যান্সিং এর সেরা উপার্জকের একজন ও ফিল্যান্সিং এসোসিয়েশনের সভাপতি ও রাঙামাটি ফ্রিল্যান্সার এসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলাম খোকা অভিযোগ করে বলেন, আমাদের পার্বত্য জেলা রাঙামাটিতে এখনো আইসিটি বিষয়ক অনেক সমস্যা রয়ে গেছে। সবচেয়ে বড় সমস্যা হলো ইন্টারনেট। তাই তিনি কর্তৃপক্ষের কাছে এ সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত