লামায় দুই সন্তানের জননীকে কুপিয়ে হত্যার চেষ্টা, যুবক আটক

Published: 16 Jul 2017   Sunday   

বান্দরবানের লামা উপজেলায় রূপসী পাড়া ইউনিয়নে মুরুং ঝিরির এলাকায় মোঃ ইউসুফআলীর স্বামী পরিত্যাক্ত জোসনা বেগম(২৯) নামের এক নারীকে কুপিয়েছে এক যুবক। জোসনা বেগম বর্তমানে লামা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় পুলিশ অাহত করেছে  ছাইচি মং মার্মা (৪০) নামের এক  যুবককে আটক করেছে।সে একই ইউনিয়নের অংহ্লা পাড়া এলাকার পাইসা অং মার্মার ছেলে চাচিমং(৪০) মার্মা। গেল শনিবার রাত ১২টার দিকে রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম মুরুং ঝিরি এলাকায় এ ঘটনা ঘটেছে।

 

ভিকটিমের বাবা মোঃ ইউসুফ আলী জানান, চাচিমং পাঁচ- ছয় মাস পূর্বে আমার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেয়। সেই থেকে তার মেয়ের পিছনে লেগে রয়েছে।  শনিবার রাত ১২ টার সময় তার মেয়ের ঘরে প্রবেশ করে তাকে হত্যার চেষ্টা করে। চাচিমং মার্মা তার কাছে দৈনিক ৩শত টাকা বেতনে আর দুপুরে ভাত খেয়ে বাগানে ও চাষাবাদে কাজ করতো। মেয়েকে মারধর করার খবরটি  তার কাছে পৌছায় পার্শবর্তী দেলোয়ার নামক এক ব্যাক্তি। এরপর চাচিমংকে বেঁধে কয়েকরি থাপ্পর দেয়া হয়।

 

এ বিষয়ে রূপসী পাড়া ইউনিয়নের চেয়ারম্যান চাচিং প্রু মার্মা বলেন, ভিকটিমের বাবা ইউসুফ আলীর কাজ করতো। সে হিসাবে চাচিং মার্মার তাদের পরিবারে থাকতো আর খাওয়া দাওয়া করতো। মোট কথা হলো তাদের সাথে ভালো সম্পর্ক ছিলো। কিছু দিন পূর্বে ইউসুফ আলীর মেয়ে জোসনাকে বিয়ে করার প্রস্তাব দেয় এবং সে ইসলাম ধর্ম গ্রহন করার সিদ্ধান্ত নেয়। চাচিং নেশা গ্রস্ত ছিলো বিধায় মেয়ে মেয়ের পরিবার তার কথায় তেমন আগাইনি।

 

এ ব্যাপারে লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি চাচি মং কে আটক করা হয়েছে। বিকালে ভিকটিমের বাবা ইউসুফ আলী চাচিমংকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত