স্বাস্থ্য খাতে সেবার মান বৃদ্ধি ও সুশাসন নিশ্চিতকরন শীর্ষক রাঙামাটিতে মতবিনিময় সভা

Published: 17 Jul 2017   Monday   

রাঙামাটিতে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে স্বাস্থ্য খাতে সেবার মান বৃদ্ধি ও সুশাসন নিশ্চিতকরন শীর্ষক মতবিনিময় সভা সোমবার সভা অনুষ্ঠিত হয়েছে।


ট্রান্সপারেন্সি ইন্টারনেশনাল বাংলাদেশ(টিআইবি) এর সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটির(সনাক) রাঙামাটি শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সনাক রাঙামাটি কমিটির সভাপতি চাঁদ রায়। বক্তব্যে দেন পসনাকের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহবায়ক নিরুপা দেওয়ান, মোহাম্মদ আল। সভা উপস্থাপনা করেন টিআইবির এরিয়া ম্যানেজার মাসুদুর রহমান। গণমাধ্যম কর্মীদের মধ্যে বক্তব্যে দেন রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেনরুবেল, সত্রং চাকমা, কামাল উদ্দীন, শান্তিময় চাকমা, হেফাজতবারী সবুজ, ফাতেমা জান্নাত মুমু প্রমুখ। মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মীরা ছাড়াও সনাক, স্বজন ও ইয়েস সদস্যরা অংশ গ্রহণ করেন।


উদ্বোধনী বক্তব্যে চাদ রায় রাঙামাটির স্বাস্থ্য ক্ষেত্রে সুশাসন নিশ্চিতের মাধ্যমে সেবারমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে এবং এরই ধারাবাহিকতায় স্থানীয় সংবাদকর্মীদের সাথে এই মতবিনিময় সভার আয়োজন। তিনি উপস্থিত সবাইকে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় সম্পর্কে মতামত প্রদানের জন্য অনুরোধ জানান।
সভায় স্বাগত বক্তব্য নিরূপা দেওয়ান বলেন, রাঙামাটি জেনারেল হাসপাতালের অবকাঠামোগত সমস্যাসহ বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে। সনাকএর এ্যাডভোকেসি কার্যক্রমের মাধ্যমে কিছুকিছু ক্ষেত্রে পরিবর্তন হয়েছে। সাংবাদ মাধ্যম যদি স্বাস্থ্য সেবার সীমাবদ্ধতার বিষয়গুলো উত্থাপন করে তবে আরও পরিবর্তন হবে।


মুক্ত আলোচনায় বক্তারা রাঙামাটি জেনারেল হাসপাতালে রোগীদের রোগ নির্ণয়ের অনেক পরীক্ষার না থাকা, রোগিদের বেশির ভাগ ক্ষেত্রে চট্টগ্রামে রেফার করা ও মহিলা এবং শিশু ওয়ার্ড বন্ধ থাকা। তাছাড়া উপজেলা পর্যায়ে অবকাঠামো সমস্যা ও চিকিৎসকদের অনুপস্থিতি, বেপরোয়া ডেলিভারীই ত্যাদি সমস্যা উত্থাপিত হয়। তাছাড়া রাঙামাটি জেনারেল হাসপাতালে ঝুকিপূর্ণ অবকাঠামো, হেল্প ডেস্ক না থাকা এবং চিকিৎসকদের দ্রুত বদলী সমস্যাসমূহ নিয়ে আলোচনা হয়। বক্তারা জেলা পরিষদকে স্বাস্থ্য ক্ষেত্রে সক্রিয় করাএবং জেলা পরিষদের বাজেটে স্বাস্থ্য খাতেব রাদ্দের জন্য সনাক ও সংবাদ মাধ্যম নিজ নিজ অবস্থান থেকে অ্যাডভোকেসি কার্যক্রম করার জন্য সুপারিশ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত