নানিয়ারচরে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন

Published: 18 Jul 2017   Tuesday   

সোমবার নানিয়ারচর উপজেলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করা হয়েছে।


নানিয়ারচর উপজেলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ। এসময় উপস্থিত ছিলেন উপজেলায় প্রাথমিক শিক্ষা অফিসার রেজাউল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রিয়তোষ দত্ত, বিদ্যালয় প্রধান শিক্ষক মুকুল বিকাশ খীসা সহ অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে অভিভাবক ও নানিয়ারচর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। 

 

উদ্বোধনকালে ত্রিদীব কান্তি দাশ বলেন, আগামী প্রজন্মকে ডিজিটাল বাংলাদেশের দৌঁড় গোড়ায় নিয়ে যেতে আমাদের সকলকে আন্তরিক ভাবে কাজ করে যেতে হবে। ডিজিটাল ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তিতে আরো উন্নতি অর্জন করবে এবং তথ্যপ্রযুক্তি সম্পর্কে আরো অধিকতর জ্ঞান অর্জন করতে পারবে। প্রাথমিক পর্যায় থেকে ছাত্র-ছাত্রীদের এই ধারায় নিয়ে যেতে আমাদের সকলকে কাজ করতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত