খাগড়াছড়িতে বৃক্ষ মেলার উদ্বোধন

Published: 19 Jul 2017   Wednesday   

খাগড়াছড়িতে বুধবার থেকে সপ্তাহ ব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলা এবং ফল প্রর্দশনী মেলা শুরু হয়েছে।

 

খাগড়াছড়িতে কৃষি সম্প্রসারণ ও বন বিভাগের উদ্যোগে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গনে বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলা এবং ফল প্রর্দশনী ফিটা ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ সময় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী,অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন,পুলিশ সুপার আলী আহম্মদ খান, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক তরুন ভট্টাচার্য,বন বিভাগী কর্মকর্তা হারুন  অর রশিদসহ বিভিন্ন সরকারী -বেসরকারী প্রতিষ্ঠানের  কর্মকর্তা কর্মচারী ও  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা মেলার স্থল পরিদর্শন করেন।

 

এর আগে একটি র‌্যালি  বের করে শহরের শাপলা চত্তর ঘুরে  র‌্যালিটি  পৌর সভা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

 

মেলায় কৃষি সম্প্রসারণ বিভাগ,পাহাড়ী কৃষি গবেষনা কেন্দ্র,বন বিভাগ, বেসরকারী সংস্থা আনন্দসহ ১৪টি সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান অংশ গ্রহন করেছে।  মেলায় বিভিন্ন ফলজ,বনজ ও ওষধি চারা প্রর্দশনী ও বিক্রয়ের জন্য নিয়ে আসে প্রতিষ্ঠান গুলো। এ মেলা চলবে ১৯ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত