রামগড়ের রহিমা আক্তার স্ত্রীর স্বীকৃতি চান

Published: 21 Jul 2017   Friday   

খাগড়াছড়ির রামগড় উপজেলার ফেনীরকুল গ্রামের দরিদ্র আহসান উলাহ’র মেয়ে রহিমা আক্তার (২৩)কে বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে প্রতিবেশি মো.আরমান হোসেন (২২) কয়েক মাস পূর্বে শারীরিক সর্ম্পক গড়ে তোলে। সে একই এলাকার মো. মোস্তফা কামালের ছেলে।

 

একাধিক বার এ অনৈতিক সর্ম্পকের কারণে রহিমা আক্তার এক পর্যায়ে গর্ভবতী হয়ে পড়ে। এক সময় বিষয়টি এদিক-ওদিক হয়ে গ্রামের লোকজন জেনে গেলে মো.আরমান হোসেন সর্ম্পকের বিষয়টি অস্বীকার ও অবজ্ঞা-প্রদর্শন করে এলাকা ছেড়ে পালিয়ে যায়। এ নিয়ে স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে কয়েকবার দেন দরবার হয়। কিন্তু শেষ পর্যন্ত স্থানীয় গ্রাম্য সালিশে এ অনৈতিক কর্মকান্ডের সুরাহা না হওয়ায় নির্যাতিতা রহিমা আক্তার মো.আরমান হোসেনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে সম্প্রতি রামগড় থানায় মামলা রুজু করেন।

 

ভাগ্যবিড়ম্বিত সন্তান সম্ভবা রহিমা আক্তার সাংবাদিকদের জানান, গত বছরের ১৫ নভেম্বর (১৫/১১/২০১৬) বাসায় কেউ না থাকার সুযোগে আরমান হোসেন পবিত্র ধর্মগ্রন্থ ছুঁেয় তাকে বিয়ের প্রতিশ্র“তি দিয়ে শারীরিক ভাবে মিলিত হয়। ওই থেকে ইচ্ছার বিরুদ্ধে পৌন:পুনিক দৈহিক মিলনে গর্ভবতী হয়ে পড়ে। এখন পাঁচ মাসের অন্ত:সত্ত্বা রহিমা আক্তার। এ ঘটনা আরমান ও তার পিতামাতাকে জানালে, বিষয়টি অস্বীকার করে নানা ভাবে হুমকি-ধামকী দেয় তারা। এ নিয়ে আরও ঘাঁটাঘাঁটি ও এটা-সেটা করলে চরম পরিণতি ভোগ করতে হবে বলে শাসায়।

 

   মেয়ের বাবা আহসান উল্যাহ অভিযোগ করে বলেন, ছেলে পক্ষের লোকজন টাকা দিয়ে বিষয়টি মিমাংসার জন্য চাপ দেয় কিন্তু স্ত্রীর মর্যাদা ছাড়া অন্যকোন উপায়ে মিমাংসায় যেতে রাজি না হওয়ায় ছেলের বাবা মোস্তফা হোসেন নানা ভাবে তার পরিবারকে হুমকী দিচ্ছে। তিনি আরও বলেন, আসন্নপ্রসবা মেয়ে রহিমা কেবল স্ত্রীর মর্যাদা পেলেই ন্যায় বিচার নিশ্চিত হয়েছে বলে মনে করব। অন্যদিকে, প্রতারক ও লম্পট ছেলের নাম ও জন্ম নিবন্ধন সনদ পরিবর্তন করে অন্য নামের পাসর্পোটে ভেতরে-ভেতরে বিদেশে চলে যাওয়ার কৌশল খোঁজছে তার অভিভাবকেরা বলে আহসান উল্ল্যাহ সাংবাদিকদের জানান।

 

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. শরিফুল ইসলাম এই প্রতিনিধিকে বলেন, মামলার আসামী আরমান হোসেনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না, মনে হয় এলাকা ছেড়ে পালিয়েছে। তবে  যত দ্রুত সম্ভব আসামীর বিরুদ্ধে আদালতে চার্জ শিট দেওয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত