কাপ্তাইয়ে পাহাড় ধসে ক্ষতিগ্রস্হদের পাশে প্রবাসী পরিবারের সন্তানেরা

Published: 22 Jul 2017   Saturday   

কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের মুরালী পাড়ায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্হদের পাশে দাঁড়িয়েছেন  স্থানীয় বিভিন্ন পরিবারের প্রবাসে থাকা সন্তানেরা।

 

পাহাড় ধসের ঘটনায় কাপ্তাই উপজেলায় গেল ১৩ জুন সর্বমোট ১৮জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকেই। একই পরিবারেরও অনেকে মাটি চাপায় নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে মুরালি পাড়ায় একই পরিবারের ৩ জন সহ নিহত হয়েছে ৬ জন।স্হানীয় এলাকার যারা প্রবাসে থাকেন তাদের পক্ষ হতে  শনিবার ওয়াগ্গা মুরালি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে মাাটি চাপায় নিহত হওয়া ৬ পরিবারের সদস্যের মাঝে ৫হাজার ও প্রবল বর্ষণে সর্বস্ব হারানো ৭ পরিবারের মাঝে ৩ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।

 

স্থানীয় মুরালীপাড়া ইউপি সদস্য অংচাইপ্রু মারমা, মুরালি পাড়া  বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উপস্হিত থেকে ক্ষতিগ্রস্হ পরিবারের মাঝে প্রবাসিদের পক্ষে এই অর্থ বিতরন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত