দীঘিনালায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী

Published: 12 Feb 2015   Thursday   

খাগড়াছড়ির দীঘিনালায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার দুর্গম রামরতন কারবারী পাড়ায় এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

 

 দীঘিনালা জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন তৌহিদুল ইসলাম মান্নান জানান, শিক্ষা, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচীর আওতায় দুর্গম পাহাড়ী এলাকার লোকজনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে সেনাবাহিনী।

 

তারই ধারাবাহিকতায় আর এম ও ক্যাপ্টেন খাদেমুল ইসলামের নেতৃত্বে চিরন্তন আটাশ বীর’র একটি মেডিকেল টিম উপজেলার দুর্গম রামরতন কারবারী পাড়া নামক এলাকায় ২১১ জন পাহাড়ী রোগীকে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে জানান তিনি।

 

এদিকে দুর্গম পাহাড়ী এলাকায় বসবারত গরীব ও অসহায় লোকজনের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদানের জন্য উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী মোঃ কাশেম সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত