এইচএসসিতে রাঙামাটিতে মাত্র ৪ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে

Published: 23 Jul 2017   Sunday   

এইচএসসিতে এবারও মাত্র ৪ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাশের হার শতকরা ৪৫ দশমিক ৯৯ শতাংশ। তবে গেল বছরের  চেয়ে এবারের পাশের হার কমেছে।  

 

জানা যায়, রাঙামাটির দশ উপজেলার তিনটি মাদ্রাসা ও একটি কারিগরী প্রতিষ্ঠানসহ ১৯টি প্রতিষ্ঠান থেকে এবার এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থী অংশ গ্রহন করেছিল ৫ হাজার ২২৫জন। এর মধ্যে পাশ করেছে ২ হাজার ৪০৩জন। ফেল করেছে ২ হাজার ৮০২ জন। এবার পাশের হার শতকরা ৪৫ দশমিক ৯৯ শতাংশ। গত বছর পাশের হার ছিল শতকরা ৪৭দশমিক ১৪ শতাংশ।

 

যেসব কলেজ থেকে এবার জিপিএ-৫ পেয়েছিল সেগুলো হল রাঙামাটি সরকারী কলেজ থেকে ৩ জন, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে থেকে ১জন শিক্ষার্থী ।

 

রাঙামাটি সরকারি কলেজের উপাধ্যাক্ষ অধ্যাপক বিধান চন্দ্র বড়–য়া জানান, এবার এইচএসসি পরীক্ষায় তার কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে ৩ জন  শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত