কাপ্তাইয়ের ৫২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোপন

Published: 23 Jul 2017   Sunday   

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী রোববার কাপ্তাইয়ের ৫২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোপন করা হয়েছে ৩০৬ টি বিভিন্ন প্রজাতির চারা।

 

উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলজ গাছের চারা রোপনের মাধ্যমে উপজেলা পর্যায়ে এই কর্মসুচীর উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার। এ সময় বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তারসহ শিক্ষকরা উপস্হিত ছিলেন।

 

এদিকে কর্মসুচীর অংশ হিসাবে রাইখালি ইউনিয়ন পর্যায়ের রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারা গাছ রোপনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে কর্মসুচীর উদ্বোধন করেন সহকারী শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস। এ সময় স্কুলের প্রধান শিক্ষক তপন কান্তি দে, পরিচালনা কমিটির সভাপতি অজয় সেন সহ শিক্ষকরা  উপ্স্হিত ছিলেন। কর্মসুচীর অংশ হিসাবে চন্দ্রঘোনা বি এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপন করা হয়। প্রধান শিক্ষক নেলী বড়ুয়া কর্মসুচীর উদ্বোধন করেন।

 

কাপ্তাই বিএফআইডিসির প্রধান শিক্ষক মো: ইউসুফ, চিৎমরম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মংসুচাইন মার্মা এবং সাফছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীনা তংচংগ্যা জানান তাদের ইউনিয়নের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপন করা হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী উপজেলার ৫২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষা কর্মকর্তারা একটি করে বিভিন্ন প্রজাতির গাছ লাগান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত