ভারী বর্ষনে কাপ্তাই হ্রদে পারি উচ্চতা বৃদ্ধিতে বাধে পানি ছাড়া হচ্ছে

Published: 24 Jul 2017   Monday   

গেল কয়ে কদিনে ভারী  বর্ষনের ফলে আবারোও কাপ্তাই পানি বিদুৎ কেন্দ্রের স্পিল দিয়ে পানি ছাড়ার পরিমান বৃদ্ধি করেছে কাপ্তাই পানি বিদুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ।

 

কাপ্তাই বিদুৎ কেন্দ্রের ব্যবস্হাপক প্রকৌশলী আব্দুর রহমান জানান,রাঙামাটি  ও তার আশেপাশের এলাকায় গেল দুদিন ভারী বর্ষনে ও উজান থেকে নেমে আসা পানি বৃদ্ধির ফলে কাপ্তাই লেকে স্বাভাবিকের চেয়ে পানি বৃদ্ধি পেয়েছে। সোমবার বাধের ১৬ টি স্পিল দিয়ে দুই ফুট হারে বাড়তি পানি ছাড়া হচ্ছে। এর আগে গেল মঙ্গলবার ১৬ টি স্পিল দিয়ে ৬ ইঞ্চি করে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক করো পানি ছাড়া হয়।

 

পানি বিদুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সুত্রে জানা যায়, রুলকার্ভ(পানির পরিমাপ) অনুযায়ী গেল রোববার কাপ্তাই লেকে পানি থাকার কথা ৮৭ দশমিক ৫২  ফুট মীনস সী লেভেল। কিন্ত  হ্রদে  বর্তমানে পানি রয়েছে ১০৫.৩৯ ফুট মীনস সী লেভেল। প্রয়োজনের চেয়ে লেকে ১৮ ফুট পানি বেশী রয়েছে। ফলে উধ্বর্তন কর্তৃপক্ষের সিদ্বান্ত মোতাবেক কাপ্তাই হ্রদ থেকে পানি ছাড়া হচ্ছে।

 

এদিকে কাপ্তাই পানি বিদুৎ কেন্দ্রের ৫ টি ইউনিটের মধ্যে ৪ টি সচল রয়েছে। ৪ টি ইউনিট হতে ১৮০ মেগাওয়াট বিদুৎ উৎপাদন হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত