রাঙামাটিতে কুষ্ঠূ রোগ বিষয়ক আঞ্চলিক পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত

Published: 24 Jul 2017   Monday   

পার্বত্য চট্টগ্রামে কুষ্ঠূ রোগ বিষয়ক  বার্ষিক অগ্রগতি  বিষয়ক  পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক পর্যায়ের পর্যালোচনা  কর্মশালা সোমবার রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে।

 

দি লেপ্রোসি  মিশন  ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং সিএইচটি লেপ্রোসি কন্ট্রোল এন্ড রিহেবিলেটশন প্রকল্পের আওতায় শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. প্রকাশ কান্তি চৌধুরী। জেলা  সিভিল সার্জন ডাঃ শহিদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত  অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন ডাঃ সোহরাব হোসেন, বাংলাদেশ টেলিভিশনের বার্তা প্রতিনিধি মোঃ মোস্তফা কামাল,  বাংলাদেশ লেপ্রোসি মিশনের চট্টগ্রামের বিভাগীয় প্রধান জন অর্পন সমদ্দার বিশেষ অতিথি ছিলেন। কর্মশলায় পার্বত্য চট্টগ্রামের কুষ্ঠূরোগীর পরিস্থিতি , কুষ্ঠূ রোগী নির্নয় এবং পূণর্বাসন বিষয়ক  বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন  লেপ্রোসি মিশনের  প্রোগ্রাম  ম্যানেজার পরশ চাকমা এবং ডাঃ জীবক চাকমা।

 

 কর্মশালায় জানানো হয় সিএইচটি    লেপ্রোসি কন্ট্রোল এবং রিহেবিলেটশন কর্মসূচীর আওতায় ২০০২ সাল থেকে ২০১৬ সাল  মেয়াদে  সর্বমোট ৩৫৭৭ জন   কুষ্ঠুরোগীকে চিহ্নিত করা হয়েছে। তবে  ধারাবাহিক ভাবে রোগে আক্রান্তের সংখ্যা কমে আসছে । ২০১৬ সালে কর্মসূচীর আওতায় ১১০ জনকে চিকিৎসা প্রদান করা হচ্ছে এবং এই সময়ে ১২১ জন নতুন রোগীকে চিহ্নিত করা হয়েছে এর মধ্যে ৫ জন শিশু রয়েছে।

 

দিনব্যাপী কর্মশালায় রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার  স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উন্নয়ন কর্মী, সাংবাদিক এবং কুষ্টূ রোগ হতে আরোগ্য প্রাপ্ত রোগী সহ ৫০ জন অংশ নেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত