রাঙামাটিতে জাতীয় মৎস্য সপ্তাহ সমাপ্ত

Published: 24 Jul 2017   Monday   

সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে সোমবার রাঙামাটিতে জাতীয় মৎস্য সপ্তাহ  সম্পন্ন হয়েছে।

 

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নদী উপকেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাপনী   অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরী।

 

 জেলা মৎস্য কর্মকর্তা  আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, রাঙ্গামাটি কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার আসাদুজ্জামান,  সদর উপজেলা চেয়ারম্যান  অরুন কান্তি চাকমা, মৎস্য ইনস্টিটিউটেরে বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী বেলাল উদ্দিন সহ মৎস্যজীবি সমিতির নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। পরে  জেলায় মাছ চাষে সফলতা অর্জনকারী তিন জন মৎস্যচাষীকে পুরস্কৃত করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত