জুরাছড়িতে ম্যালেরিয়া নির্মূল এ্যাডভোকেশী সভা

Published: 24 Jul 2017   Monday   

 সোমবার জুরাছড়িতে  ম্যালেরিয়া নির্মূল বিষয়ক এ্যাডভোকেশী সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি জেলা পরিষদের বিশ্রামাগারে অনুষ্ঠিত উপজেলায় স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি  ছিলেন জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যার উদয় জয় চাকমা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপাশ খীসার সভাপতিত্বে বশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, যক্ষা বাজার সহকারী ক্যাম্প অধিনায়ক সিনিয়র ওয়ারেন্ড অফিসার মোঃ হজরত আলী, জুরাছড়ি ও বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা ও সন্তোষ বিকাশ চাকমা উপস্থিত ছিলেন।

 

সভায় স্বাগত বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, স্বাস্থ্য পরিদর্শক সুনীল কান্তি চাকমা, ডাঃ এন্ড্রো বিশ্বাস। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপাশ খীসা।

 

সভায় বক্তারা পার্বত্য এলাকায় সরকারী স্বাস্থ্য কর্মীদেরর পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থার ব্র্যাকসহ অন্যান্য সংস্থার স্বাস্থ্য কর্মীরা ম্যালেরিয়া নিয়ন্ত্রনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার পরেও যোগাযোগ ব্যবস্থা অউন্নতর কারণে পাহাড়ে এখনো ম্যালেরিয়া রোগে আক্রান্ত হচ্ছে। তবে সামাজিক ভাবে সচেতেনতা বৃদ্ধি করা সম্ভব হলে ম্যালেরিয়া নির্মূল করা সম্ভব।

 

বক্তারা আরো বলেন, বর্ষার মৌসুমে মশার প্রজনন বেশী বৃদ্ধি পায়। যার কারণে এ সময়ের মধ্যে ম্যালেরিয়ার রোগের প্রক্ষোভ দেখা দেয়। সুতরাং  মশা প্রজনান চিহিৃত জায়গা জোপঝাড়, নালা, সেতসেতে মূলক জায়গা গুলো পরিস্কার করতে হবে। এছাড়া ঘুমানোর আগে অবশ্যই মশারী ব্যবহার করতে হবে।

 

সভায় বক্তারা উকিটনাশক যুক্ত মশারী যথাযথ ভাবে ব্যবহার না করার কারণে ম্যালেরিয়া নিমূল করা সম্ভব হচ্ছেনাউদ্বেগ প্রকাশ করেন।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপাশ খীসা বলেন, জুরাছড়ি উপজেলায় দুর্গমতা ও যোগাযোগের বিচ্ছন্নতার কারণে মৈদং এবং দুমদুম্যা ইউনিয়নে অধিকাংশ ম্যালেরিয়া রোগী চিহিৃত হচ্ছে। তবে স্বাস্থ্য কর্মীদের নিরলস প্রচেষ্টায় অনেকটা নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে।

 

তিনি বিগত চার বছরের ম্যালেরিয়া রোগীর পরিসংখ্যান তুলে ধরে বলেন, ২০১৪ সালে ২ হাজার ৬ শ ৪৬ জন, ২০১৫ সালে ১ হাজার ৬শ ৮৬ জন, ২০১৬ সালে ১ হাজার ১শ ১জন, ২০১৭ সালে ৩শ ২৩জন ম্যালেরিয়া রোগী চিহিৃত হয়েছে। তবে এর মধ্যে কোন রোগী মারা যায়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত