জুরাছড়িতে দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

Published: 25 Jul 2017   Tuesday   

মঙ্গলবার জুরাছড়ি উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওয়াতায় অতি দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন ও স্কিম ভিত্তিক কৃষি সেচ  পাম্প মেশিন বিতরণ করা হয়েছে।

 

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়্যারম্যান উদয় জয় চাকমার সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, শেফালী দেওয়ান, জুরাছড়ি, বনযোগীছড়া ও মৈদং ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, সন্তোয় বিকাশ চাকমা, সাধনা নন্দ চাকমাসহ কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিদুৎ কুমার চৌধুরীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

পরে দরিদ্র মহিলাদের মাঝে উপজেলা বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওয়াতায় ৮ লক্ষ টাকা ব্যয়ে সেলাই মেশিন ও কৃষি পাম্প মেশিন বিতরণ করা হয়।

 

সভাপতির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়্যারম্যান উদয় জয় চাকমা বলেন, বর্তমান সরকার দেশের আত্ম সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিভিন্ন উন্নয়ন সংস্থার মাধ্যমে নারীদের উন্নয়নে সরকার কর্মমূখী প্রশিক্ষণ বাস্তবায়ন করছে।

 

তিনি আরো বলেন, সীমিত বরাদ্ধের মধ্যেও  উপজেলায় উন্নয়নের ধারা এগিয়ে চলেছে। তবে এলাকায় অধিক উন্নয়নের চাহিদা তাকার সত্বেও সংক্ষিন্ন বরাদ্দের কারণে এসব প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।

 

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, সরকারের প্রদত্ত উপকরণ যথাযথ ভাবে ব্যবহার করে নিজেদের ভাগ্য পরির্বতন করতে হবে। যদি এ সব উপকরণ উপজেলা পরিষদের আড়ালে বিক্রি করা হয়- তাহলে উপজেলা পরিষদের সাথে নয় বরং নিজের জীবনের সাথে প্রতারণা করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত