রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ৬৭কোটি টাকার বাজেট ঘোষণা

Published: 25 Jul 2017   Tuesday   

উন্নয়ন খাতে সর্বোচ্চ ৫৫ কোটি ৫৫ লক্ষ টাকা এবং সংস্থাপন খাতে ১১ কোটি ৪৫ লক্ষ টাকা বরাদ্দ রেখে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ২০১৭-২০১৮ অর্থ  বছরের জন্য ৬৭ কোটি টাকার বাজেট ঘোষণা করা  হয়েছে।  ঘোষিত বাজেটে পরিষদের নিজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি টাকা এবং সরকারী  থেকে অনুদান ৬৪ কোটি টাকা ধরা হয়েছে।

 

মঙ্গলবার বিকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সংবাদ সন্মেলনের মাধ্যমে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা নতুন অর্থ বছরের বাজেট ঘোষণা করেন।

 

অনুষ্ঠানে পরিষদের সদস্যরা ছাড়াও পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, নির্বাহী প্রকৌশলী কাজী আবদুস সামাদ, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা খোরশেদুল আলম চৌধুরী প্রমুখ  উপস্থিত ছিলেন। 

 

ঘোষিত অসংগতিপূর্ন বাজেটে অন্যান্য ধর্ম খাতে ৮ কোটি  ৮৮ লক্ষ,সমাজ কল্যাণ, আর্থ-সামাজিক ও নারী উন্নয়ন খাতে  কোটি ৫৫ লক্ষ, পুর্ত( গৃহ ,অবকাঠামো নির্মাণ খাতে  ৬কোটি ৬৬ লক্ষ, স্বাস্থ্যখাতে ৬ কোটি ৬৬ লক্ষ, কৃষিখাতে ২ কোটি ৭৭ লক্ষ, পর্যটন খাতে ১ কোটি ৬৬ লক্ষ, ক্রীড়া ও সংস্কৃতি খাতে ১ কোটি ১১ লক্ষ টাকাসহ জলবায়ু পরিবর্তন, ত্রাণ ও পুনর্বাসন, ভুমি ও হাট বাজার, শিশু উন্নয়ন ইত্যাদি বিভিন্ন খাতে কয়েক কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয় প্রস্তাবিত বাজেটে।

 

বাজেট ঘোষণাকালে জেলা পরিষদ চেয়ারম্যান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, আমলাতান্ত্রিক জটিলতার কারণে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সঠিকভাবে কাজ করতে পারছে না। বিশেষ করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের অযাচিত হস্তক্ষেপের কারণে মাধ্যমিক শিক্ষা বিভাগটি জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগ হলেও তার নিয়ন্ত্রণ মানা হচ্ছে না। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রেও একই অবস্থা।

 

তিনি আরো বলেন, বাজেট ঘোষণার সময় শিক্ষকে সবসময় অগ্রধিকার দেয় জেলা পরিষদ। গত অর্থ বছরেও শিক্ষাকে গুরুত্ব দেয় হয়েছে। রাঙামাটি জেলা উন্নয়নে জেলা পরিষদ নিরলসভাবে কাজ করছে। বর্তমান সরকার দেশের ও জনগণেরর কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে এ কাজে রাঙামাটিবাসীকেও এগিয়ে আসার আহবান জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত