কাপ্তাইয়ে জলবায়ু অর্থায়নে সুশাসন কার্যক্রমে কমিটি গঠন ও ওরিয়ন্টেশন সভা

Published: 25 Jul 2017   Tuesday   

মঙ্গলবার কাপ্তাইয়ে জলবায়ু অর্থায়নে সুশাসন কার্যক্রমের আওতায় কাপ্তাই উপজেলায় জন অংশগ্রহণ কমিটি গঠন এবং  ওরিয়ন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ( টিআইবি) এবং সচেতন নাগরিক কমিটি( সনাক) রাঙামাটির উদ্যোগে  উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  স্বচ্ছতার জন্য নাগরিক( স্বজন) জেলা কমিটির সদস্য মুজিবুল হক বুলবুল।

 

টিআইবির রাঙামাটির এরিয়া ম্যানেজার মো: মাসুদুল আলমের সঞ্চালনায় ওরিয়ন্টেশনে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, বড়ইছড়ি কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, মানবাধিকার কর্মী নুর বেগম মিতা, সাংবাদিক কবির হোসেন, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক ঝুলন দত্ত,ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সার্পোট( ইয়েস) এর রাঙামাটি জেলা কমিটির সদস্য সুশীল কান্তি চাকমা,রুবেল ইসলাম এবং অন্তর সেন শুভ।

 

সভায় বক্তারা স্বচ্ছতা ও জবাবদিহিপূর্ন এবং সুশাসিত সমাজ ও রাষ্ট্র গঠনের মাধ্যমে দূর্নীতিমুক্ত বিশ্ব গড়ার উপর অঙ্গীকার করেন। পরে জলবায়ু অর্থায়নে সুশাসন বিষয়ক  কমিটি কাপ্তাই উপজেলা পর্যায়ে গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন শাহাদাত হোসেন চৌধুরী, থোয়াই অং মার্মা, নুরবেগম মিতা,কবির হোসেন, ঝুলন দত্ত এবং সুদ্ত্ত তংচংগ্যা। এই কমিটি কাপ্তাই এবং রাজস্হলী প্রকল্প এলাকায় কাজ করবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত